Akhil Gogoi

অখিলের ছবি আঁকায় ধৃত চার শিল্পী

বিভিন্ন শিবির থেকে পুলিশের ভূমিকার তীব্র সমালোচলা করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদদাতা

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২০ ০৪:২২
Share:

প্রতীকী ছবি।

বেআইনি কার্যকলাপরোধী আইনে কারাবন্দি কৃষক নেতা অখিল গগৈয়ের ছবি আঁকার দায়ে গুয়াহাটি পুলিশ চার গ্রাফিক চিত্রশিল্পীকে গ্রেফতার করেছে। লাঠিধারী পুলিশের হাতে আটক অখিলের ছবিটি নিয়ে আপত্তি তুলে পুলিশের দাবি, ছবিতে সরকার ও পুলিশকে নিচু করে দেখানো হয়েছিল। সরকারি দেওয়ালে ইচ্ছেমতো ছবি আঁকা যায় না। তার জন্য আগাম অনুমতি প্রয়োজন। আটক শিল্পীদের দাবি, প্রথমে রাষ্ট্রদ্রোহ, পরে মাওবাদী যোগাযোগ এবং তার পরেও নিত্য নতুন মামলা চাপিয়ে প্রায় ১১ মাস ধরে অখিল গগৈকে অন্যায় ভাবে আটকে রেখেছে সরকার। গণতান্ত্রিক পদ্ধতিতে, শিল্পের মাধ্যমে তার প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। কারণ মানবাধিকার ভঙ্গের এমন ঘটনায় শিল্পীরা চুপ থাকতে পারেন না। পুলিশ কিছুক্ষণ আটক রাখার পরে সরকারি আর্ট কলেজের চার প্রাক্তনীকে জাতীয় সড়কে লালমাটি এলাকায় নিয়ে গিয়ে আঁকা ছবি সাদা রঙে ঢেকে দিতে বাধ্য করে। ছবিটি তাঁরা চার দিন আগে এঁকেছিলেন।

Advertisement

বিভিন্ন শিবির থেকে পুলিশের ভূমিকার তীব্র সমালোচলা করা হয়। অখিল প্রতিষ্ঠিত কৃষক মুক্তি সংগ্রাম সমিতি ঘটনার তীব্র নিন্দা করে বলে, সোনোয়াল সরকার এখন অখিল গগৈ শুধু নয়, তাঁর ছবিকেও ভয় পাচ্ছে। শিল্পীদের মতপ্রকাশের অধিকার খর্ব করছে বিজেপি সরকার। কৃষক মুক্তির আরও চার নেতাকেও গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement