ধৃত ৪ জঙ্গি

নামনি অসমে গারো জঙ্গি সংগঠন জিএনএলএর সঙ্গে আলফার সম্পর্কের কথা আগেই সামনে এসেছিল। উজানি অসমে আলফা জঙ্গিদের সঙ্গে ধরা পড়ল জিএনএলএ জঙ্গিরা।

Advertisement
শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০৯:০২
Share:

নামনি অসমে গারো জঙ্গি সংগঠন জিএনএলএর সঙ্গে আলফার সম্পর্কের কথা আগেই সামনে এসেছিল। উজানি অসমে আলফা জঙ্গিদের সঙ্গে ধরা পড়ল জিএনএলএ জঙ্গিরা। শনিবার রাতে ডিব্রুগড়ের চেতিয়াপথারে হানা দেয় যৌথবাহিনী। ধরা পড়ে আলফা সার্জেন্ট রিতুপন বোরা ওরফে ইরফান অসম, সার্জেন্ট দীপন মরাণ, কর্পোরাল নকুল রাভা ও জিএনএলএ জঙ্গি সালতিয়াস এন মারাক। তাদের কাছে ৩টি ৯ মিলিমিটার বোরের পিস্তল, ছ’টি ম্যাগাজিন, ৪০ রাউন্ড গুলি, দু’টি চিনা রেডিও সেট মিলেছে। জানা গিয়েছে, তারা তুরা থেকে মায়ানমারের আরাকান শিবিরে যাওয়ার পথে ওই গ্রামে আশ্রয় নিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement