গত কাল বিকেলে অসমের গোয়ালপাড়ায় বগুয়ানের একটি জলাশয়ে নৌকা করে ঘুরছিল চার ছাত্র। নিয়ন্ত্রণ হারিয়ে নৌকাটি জলের পাশে বিদ্যুতস্তম্ভে ধাক্কা মারলে উপর থেকে ১১ হাজার ভোল্টের একটি তার জলে এসে পড়ে। টাল সামলাতে না পেরে তারা জলে পড়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।