পাহাড়ি কাছাড়ে আজ থেকে ৪৮ ঘণ্টা বন্‌ধ

পূর্বতন উত্তর কাছার তথা বর্তমান ডিমা হাসাও জেলাকে দু’ভাগ করে দু’টি পৃথক জেলা গঠনের দাবিতে আগামী কাল থেকে ৪৮ ঘণ্টার পার্বত্য জেলা বন্‌ধের ডাক দিয়েছে এন সি হিলস ইন্ডিজিনাস স্টুডেন্ট ফোরাম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৫ ০২:৩৭
Share:

পূর্বতন উত্তর কাছার তথা বর্তমান ডিমা হাসাও জেলাকে দু’ভাগ করে দু’টি পৃথক জেলা গঠনের দাবিতে আগামী কাল থেকে ৪৮ ঘণ্টার পার্বত্য জেলা বন্‌ধের ডাক দিয়েছে এন সি হিলস ইন্ডিজিনাস স্টুডেন্ট ফোরাম।

Advertisement

দীর্ঘ দিন ধরে পাহাড়ি জেলায় বসবাসকারী অ-ডিমাসা উপজাতি জনগোষ্ঠীকে নিয়ে গঠিত এন সি হিলস ইন্ডিজিনাস পিপলস ফোরাম, ইন্ডিজিনাস উইম্যান ফোরাম, ইন্ডিজিনাস স্টুডেন্ট ফোরাম ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী ডিমা হাসাও জেলাকে দু’ভাগ করে দু’টি পৃথক জেলা গঠনের দাবিতে আন্দোলন করে আসছে। ইন্ডিজিনাস স্টুডেন্ট ফোরামের সভাপতি ডেভিড কেভম বলেন, দীর্ঘ দিন থেকে তাঁরা এই দাবিতে আন্দোলন করে এলেও রাজ্য সরকার তাঁদের দাবিকে তেমন গুরুত্ব দেয়নি। এমনকী রাজ্য সরকার তাঁদের দাবি নিয়ে একটি সাব-কমিটি গঠন করে দিলেও আজ অবধি কমিটি একবারও বৈঠকে বসেনি। গত ১৫ অগস্ট রাজ্য সরকার ৫টি নতুন জেলা গঠন করলেও ইন্ডিজিনাস স্টুডেন্ট ফোরামের দীর্ঘ দিনের পৃথক জেলা গঠনের দাবিকে গুরুত্ব না দেওয়ায় বৃহস্পতিবার থেকে ৪৮ ঘণ্টার ডিমা হাসাও জেলা বন্‌ধের ডাক দেওয়া হয়েছে বলে ডেভিড জানান।

ডিমা হাসাও-এর জেলাশাসক জুরি ফুকন বলেন, সুপ্রিম কোর্ট বন্‌ধ নিষিদ্ধ করেছে। তাই বেআইনি বন্‌ধের ডাক দেওয়া সংগঠনকে তা তুলে নেওয়ার জন্য বলা হয়েছে। তারপরও যদি তা প্রত্যাহার করা না হয়, তাহলে আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামী কাল বাজার-হাট, দোকান-পাট, সরকারি অফিস-স্কুল কলেজ সব খোলা রাখার নির্দেশ জেলাশাসক দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement