COVID-19

COVID-19: দেশে করোনায় নতুন আক্রান্ত প্রায় ৪ হাজার, চিন্তা বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র-সহ পাঁচ রাজ্য

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই মুহূর্তে নতুন সংক্রমিতদের মধ্যে কেরলে সবচেয়ে বেশি ৩১.১৪ শতাংশ কোভিড রোগী রয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ১১:৩৮
Share:

ফাইল চিত্র।

দেশ জুড়ে করোনার নতুন সংক্রমণ প্রায় ৪ হাজারের কাছাকাছি হল। তবে গোটা দেশের মধ্যে দুশ্চিন্তা বাড়াচ্ছে কেরল, মহারাষ্ট্র-সহ পাঁচটি রাজ্য। ওই রাজ্যগুলিতে ঊর্ধ্বমুখী সংক্রমণে রাশ টানতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দেশে দৈনিক মৃত্যুর সংখ্যার বেড়েছে বলে মন্ত্রক সূত্রে খবর।

Advertisement

শনিবার সকালে স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৩,৯৬২ জনের মধ্যে কোভিডের সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মোট ৪,৩১,৭২,৫৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪,২৬,২৫,৪৫৪ জন। এই মুহূর্তে দেশে ২২,৪১৬ জন সক্রিয় রোগী রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২৬ জন কোভিড রোগী মারা গিয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৫,২৪,৬৭৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Advertisement

চলতি মাসের গোড়া থেকেই করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, এই মুহূর্তে নতুন সংক্রমিতদের মধ্যে কেরলে সবচেয়ে বেশি ৩১.১৪ শতাংশ কোভিড রোগী রয়েছেন। ৩ জুন পর্যন্ত ওই রাজ্যে ৬,৫৫৬ জন রোগীর সন্ধান মিলেছে। এ ছাড়া, চলতি সপ্তাহে মহারাষ্ট্রে ৪,৮৮৩ জনের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। ওই দুই রাজ্য ছাড়া তামিলনাড়ু, তেলঙ্গানা এবং কর্নাটকের পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। পাঁচ রাজ্য সরকারকেই প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন