National news

নিজের চোখ দিয়ে দু’জনের দৃষ্টি ফেরাল ৫ বছরের মেয়ে!

মরণোত্তর চক্ষুদান করে নজির গড়ল পাঁচ বছরের খুদে! তার দান করা কর্নিয়ায় দৃষ্টি ফিরে পেলেন দু’জন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৬ ১১:৫৩
Share:

—প্রতীকী ছবি।

মরণোত্তর চক্ষুদান করে নজির গড়ল পাঁচ বছরের খুদে! তার দান করা কর্নিয়ায় দৃষ্টি ফিরে পেলেন দু’জন। সম্প্রতি ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়।

Advertisement

দিন সাতেক আগে স্কুলে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিল পাঁচ বছরের ঐশ্বর্যা। দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে তার। মেয়েকে যে আর বাঁচানো যাবে না তা বুঝতে পারছিলেন তার বাবা-মা। সে কথা বোধহয় বুঝতে পেরেছিল ঐশ্বর্যা নিজেও। হাসপাতালের বিছানায় শুয়েই তাই চক্ষুদানের ইচ্ছার কথা জানিয়েছিল বাবা-মাকে। মেয়ের মৃত্যুর পর তার সে ইচ্ছা পূরণ করা হয়। মৃতদেহ নিয়ে যাওয়া হয় দিল্লির এইমসে। সেখানেই তার কর্নিয়া তুলে এনে প্রতিস্থাপন করা হয় অন্য দুই দৃষ্টিহীনের চোখে। টানা ৬ ঘণ্টা ধরে হয় সেই অস্ত্রোপচার। ছোট্ট ঐশ্বর্যার শেষ ইচ্ছায় দৃষ্টি ফিরে পায় তাঁরা।

আরও পড়ুন: রোশনাই ফেরাল সীমান্ত-পারের বিয়ে

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement