Child Abuse

চকোলেট কিনতে গিয়ে ধর্ষিত তিন বছরের শিশু, গ্রেফতার মধ্য পঞ্চাশের দোকানি

মঙ্গলবার সন্ধ্যায় চকোলেট কিনতে দোকানে গিয়েছিল শিশুটি। পুলিশ সূত্রে খবর, তাকে দোকানের ভিতরে নিয়ে এসে অমানুষিক অত্যাচার করেন ওই ব্যক্তি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২২:২৫
Share:

প্রতীকী ছবি।

চকোলেট কিনতে বাড়ির পাশের দোকানে গিয়েছিল তিন বছরের শিশু। তাকে ধর্ষণ করার অভিযোগ উঠল মধ্য পঞ্চাশের দোকানীর বিরুদ্ধে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।

Advertisement

ঘটনাটি বিহারের। মঙ্গলবার সন্ধ্যায় চকোলেট কিনতে দোকানে গিয়েছিল শিশুটি। পুলিশ সূত্রে খবর, তাকে দোকানের ভিতরে নিয়ে এসে অমানুষিক অত্যাচার করেন ওই ব্যক্তি। পরে মেয়েটি বাড়ি ফিরলে তার শরীর বেয়ে রক্ত পড়তে দেখে চমকে ওঠে বাড়ির লোক। শিশুটিকে চিকিৎসার জন্য আপাতত হাসপাতালে ভর্তি করাতে হয়েছে।

পুলিশকে ওই তিন বছরের বালিকার বাবা মা জানিয়েছেন, মেয়ের অবস্থা দেখে গোটা বিষয়টি আন্দাজ করে ফেলেছিলেন তাঁরা। সঙ্গে সঙ্গেই তাঁরা ওই দোকানীর কাছে যান। তাঁকে জবাবদিহি করতে বলেন। কিন্তু দোকানী ঘটনাটি অস্বীকার করে। পাল্টা তাঁদেরকেই অপমান করে দোকান থেকে বের করে দেয়। এর পরেই পুলিশের দ্বারস্থ হয় পরিবারটি।

Advertisement

বিহারের খাগারিয়ায় ঘটেছে ঘটনাটি। পুলিশ জানিয়েছে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। তার চিকিৎসার জন্য একটি দুই সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে চিকিৎসকদের ওই তিন বছরের শিশুটি তার অভিজ্ঞতার কথা জানিয়েছে। শিশুটির বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ওই দোকানীকে। মামলাটি আদালতে উঠলে ওই ব্যক্তির বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement