IIT

ক্যাম্পাসিং ডিসেম্বরে, গুগল মেটা, অ্যামাজনে ছাঁটাইয়ের আবহেও নিয়োগ নিয়ে আশাবাদী আইআইটি

একাধিক আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বছরও নিয়োগের হার ভাল থাকবে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের ভিত্তিতে প্রি-প্লেসমেন্ট অফার পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২২ ২০:২৯
Share:

আগামী ১ ডিসেম্বর থেকে দেশের আইআইটিগুলিতে ক্যাম্পাসিংয়ে পর্ব শুরু হচ্ছে। ছবি: সংগৃহীত।

অতিমারি পরবর্তী পরিস্থিতিতে বিশ্ব জুড়ে সঙ্কটে পড়েছে অর্থনীতি। ‘গোদের উপর বিষফোঁড়া’ হয়ে দাঁড়িয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই আবহে তাই দেশের সেরা প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠান আইআইটির ক্যাম্পাসিংয়ে কত সংখ্যাক পড়ুয়া চাকরি পাবেন তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

Advertisement

আগামী ১ ডিসেম্বর থেকে দেশের আইআইটিগুলিতে ক্যাম্পাসিংয়ে পর্ব শুরু হচ্ছে। তার আগে আর্থিক মন্দার কারণে গুগল, অ্যামাজন, মেটা, টুইটার-সহ বিভিন্ন প্রথম সারির বহুজাতিক সংস্থায় ছাঁটাইয়ের ঘটনা চিন্তায় রেখেছে পড়ুয়া এবং অধ্যাপকদের একাংশকে। এই পরিস্থিতিতে বিভিন্ন স্টার্ট আপ সংস্থাও নিয়োগ প্রক্রিয়ার গতি শ্লথ করতে পারে বলে মনে করছেন তাঁরা।

যদিও একাধিক আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছেন, এ বছরও নিয়োগের হার ভাল থাকবে। অনেক শিক্ষার্থী ইতিমধ্যেই তাঁদের গ্রীষ্মকালীন ইন্টার্নশিপের ভিত্তিতে প্রি-প্লেসমেন্ট অফার (পিপিও) পেয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। রুরকি আইআইটির প্লেসমেন্ট শাখার প্রধান, অধ্যাপক কৌশিক পাল বলেছেন, ‘‘বিশ্বের কয়েকটি সংস্থায় কর্মী ছাঁটাই হলেও সামগ্রিক ভাবে নতুন নিয়োগের পরিস্থিতি অনুকূল।’’

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালে করোনা আবহেও খড়্গপুর আইআইটির অনলাইন ক্যাম্পাসিংয়ে রেকর্ড সংখ্যক পড়ুয়া চাকরি পেয়েছিলেন। মোট চাকরি পাওয়া ৫৬৩ জন পড়ুয়ার মধ্যে সর্বোচ্চ বার্ষিক ১ কোটি ২০ লক্ষ টাকা বেতন প্রাপক ছিলেন সাত জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন