খোলা জায়গায় শৌচকর্ম করলেই ৫০০ টাকা জরিমানা!

খোলা জায়গায় শৌচকর্ম করলেই তাঁর ছবি তুলে পাঠিয়ে দাও আর নগদ ৩০০ টাকা পুরস্কার নিয়ে যাও। মধ্যপ্রদেশের ইনদওরে প্রশাসন একটি স্বচ্ছতা মিশন প্রকল্প চালু করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৬ ১০:২৩
Share:

খোলা জায়গায় শৌচকর্ম করলেই তাঁর ছবি তুলে পাঠিয়ে দাও আর নগদ ৩০০ টাকা পুরস্কার নিয়ে যাও। মধ্যপ্রদেশের ইনদওরে প্রশাসন একটি স্বচ্ছতা মিশন প্রকল্প চালু করেছে। খোলা জায়গায় শৌচকর্ম রুখতেই এই পুরস্কার ঘোষণা করেছে তারা। একটা হোয়াটস‌্অ্যাপ নম্বরও চালু করা হয়েছে। বলা হয়েছে, কোনও ব্যক্তিকে খোলা জায়গায় শৌচকর্ম করতে দেখলেই তাঁর ছবি তুলে ওই ৭৮৭৯০২০০০২ হোয়াটস‌্অ্যাপ নম্বরে পাঠিয়ে দিলেই হবে। ব্যস! যে ব্যক্তি শৌচকর্ম করেছেন তাঁকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, স্বচ্ছতা ও সচেতনতা বাড়াতেই এই পদক্ষেপ। জরিমানা এবং পুরস্কারের বিষয়টি অনেক কাজে আসবে বলেই মনে করছেন তাঁরা। গ্রামগুলিতে এই মিশন সফল হলে আস্তে আস্তে নিয়মের পরিসর বাড়ানো হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement