মুম্বইয়ে ২০০৬ সালে ধারাবাহিক ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্ত বারো জনের মধ্যে আট জনের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন বিশেষ সরকারি আইনজীবী রাজা ঠাকরে। তাঁর বক্তব্য, ওই অপরাধীদের ভূমিকার কথা মাথায় রাখলে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। বাকি চার জনের যাবজ্জীবন সাজা হোক— চাইছেন তিনি। বিশেষ মকোকা আদালতে তাদের সাজা ঘোষণা হবে আগামী ৩০ সেপ্টেম্বর।