অভব্যতার অভিযোগ, বিমান থেকে নামানো হল ৭০ জনকে

বিমানের আসন নিয়ে গোলমালের সূত্রপাত। বিমানকর্মীদের সঙ্গে যাত্রীদের বচসা। আর তার জেরে একসঙ্গে ৭০ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিলেন ইন্ডিগো কর্তৃপক্ষ। শুক্রবার রাতে রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ০৩:০৭
Share:

বিমানের আসন নিয়ে গোলমালের সূত্রপাত। বিমানকর্মীদের সঙ্গে যাত্রীদের বচসা। আর তার জেরে একসঙ্গে ৭০ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দিলেন ইন্ডিগো কর্তৃপক্ষ। শুক্রবার রাতে রাজীব গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।

Advertisement

রাত সাড়ে আটটা নাগাদ হায়দরাবাদ থেকে রায়পুর যাওয়ার কথা ছিল ইন্ডিগোর উড়ানটির। কিন্তু বিমানের যাত্রীদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে ৭০ জনের একটি দলকে নামিয়ে দেয় ওই বিমান সংস্থা। যাত্রীদের বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করেছে ইন্ডিগো। তবে বিমান কর্মীদের বিরুদ্ধেও পাল্টা হেনস্থার অভিযোগ এনেছেন যাত্রীরা।

বিমানবন্দর থানার তরফ থেকে জানানো হয়েছে, নিজেদের মধ্যে বসার আসন বদলাবদলি করছিলেন ওই ৭০ জন। তা নিয়ে এক সময় দলের কয়েকজনের সঙ্গে বিমানকর্মীদের ঝগড়া বেধে যায়। বেশ কয়েক জন যাত্রী হাঁটাচলার জায়গায় দাঁড়িয়ে ছিলেন। বিমানের দরজা বন্ধের সময় তাঁদের আসনে এসে বসার জন্য বিমানকর্মীরা বারবার অনুরোধ করলেও তাঁরা ভ্রুক্ষেপ করেননি বলে অভিযোগ। উল্টে ওই জায়গায় দাঁড়িয়েই চিৎকার ও গালিগালাজ করতে থাকেন কয়েক জন। পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের ডেকে পাঠানো হয়। তবে তাতেও কোনও ফল মেলেনি। বাধ্য হয়েই বিমান থেকে গোটা দলটাকেই নামিয়ে দেওয়া হয় বলে দাবি কর্তৃপক্ষের।

Advertisement

বিমানকর্মীদের বিরুদ্ধে বিমানবন্দর পুলিশের কাছে পাল্টা হেনস্থার অভিযোগ জানান ওই যাত্রীরা। তাঁদের দাবি, নামিয়ে দেওয়ার সময় তাঁদের মালপত্রও ফেরত দেওয়া হয়নি। যদিও ওই যাত্রীদের রায়পুর পৌঁছনোর জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিগো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন