নালন্দায় বাসে আগুন, মৃত ৮

নালন্দায় বাসে আগুন লেগে আট যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত ১৬। ১০ জনের অবস্থা গুরুতর। তাঁদের পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৭ ০৩:৩৭
Share:

নালন্দায় বাসে আগুন লেগে আট যাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত ১৬। ১০ জনের অবস্থা গুরুতর। তাঁদের পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ছ’জন জেলা সদর, বিহারশরিফের হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানায়, পটনা থেকে বাসটি শেখপুরা যাচ্ছিল। সন্ধ্যা ছ’টা নাগাদ হরনৌৎ এলাকার বিশ্বকর্মা চকের কাছে হঠাৎ বাসটি জ্বলে ওঠে। আগুন ছড়িয়ে পড়ে বাস জুড়ে। প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য, হরনৌতের কাছে আচমকা বাসটির সামনে, ইঞ্জিনে আগুন লেগে যায়। এক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভিড়ে ঠাসা বাস থেকে মহিলা ও শিশুরা অনেকেই বের হতে পারেননি। স্থানীয় বাসিন্দারা উদ্ধারের চেষ্টা করলেও তাপে বাসের কাছে তাঁরা পৌঁছতেই পারেননি। পুলিশের অনুমান, বাসটিতে কার্বাইড জাতীয় রাসায়নিক ছিল। গরমে তা জ্বলে ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement