National News

জাতীয় পতাকার বদলে সবুজ গামছা উড়িয়ে ধৃত ৯

ধৃত ফয়েজ উদ্দিন, আলি হোসেনরা জানাচ্ছে, স্রেফ মজা করছিল তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ০২:৪১
Share:

প্রতীকী ছবি।

জাতীয় পতাকার বদলে প্রজাতন্ত্র দিবসে সবুজ পতাকা তুলল কিছু যুবক। দিল রাষ্ট্রবিরোধী স্লোগান। অসমে কাছাড় জেলার বুধুরাইলের ঘটনা। স্থানীয় বাসিন্দারা থানায় খবর দিলে পুলিশ ৯ যুবককে গ্রেফতার করে। এরা কেউ ওই এলাকার স্থায়ী বাসিন্দা নয়। বুধুরাইলের এক অ্যালুমিনিয়ামের বাসন তৈরির কারখানায় কাজ করে। থাকে ওই এলাকারই এক ভাড়াঘরে। পুলিশ জানিয়েছে, সবুজ গামছাকে পতাকা বানিয়ে তুলেছিল এরা। জিজ্ঞাসাবাদ চলছে। জানার চেষ্টা হচ্ছে, কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছে, বিশেষ কোনও সংগঠনের সদস্য কি না, কোনও জঙ্গিযোগ রয়েছে কি না।

Advertisement

ধৃত ফয়েজ উদ্দিন, আলি হোসেনরা জানাচ্ছে, স্রেফ মজা করছিল তারা। সব দিকে পতাকা তোলা হচ্ছিল দেখে এক জন বলে, চল পতাকা তুলি। কাছেই ছিল কার একটা সবুজ গামছা। ওটাই বাঁশে বেঁধে দেয়। পুলিশ অবশ্য একে এত সহজ ব্যাপার মনে করছে না। কারণ, মজাই যদি হবে তবে এই যুবকেরা রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল কেন? স্থানীয় বাসিন্দারাও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানিয়েছেন পুলিশ–প্রশাসনের কাছে।

আরও পড়ুন: শাহিনবাগ আন্দোলনের মুখ সারজিলের বিহারের বাড়িতে পুলিশি হানা

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement