৯০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব কর্নাটকে

শিশুমৃত্যুর পিছনে হাসপাতালের গাফিলতি নেই। হাসপাতালে যথেষ্ট কর্মী রয়েছেন। চার জন শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। ওষুধপত্র বা প্রয়োজনীয় সরঞ্জামেরও কোনও অভাব নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০১৭ ০৪:১০
Share:

ফাইল চিত্র।

উত্তরপ্রদেশ ও ছত্তীসগঢ়ের পর এ বার শিশুমৃত্যুর অভিযোগ কর্নাটকের কোলারে। অভিযোগ, গত জানুয়ারি থেকে কোলারের এসএনআর জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে ৯০ জন শিশুর। এই সপ্তাহে হাসপাতালটিতে তিন সদ্যোজাতের মৃত্যুর ঘটনা সামনে আসার পরেই স্বাস্থ্য দফতরের থেকে রিপোর্ট চেয়ে পাঠান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়া ছ’পাতার রিপোর্টে বলা

Advertisement

হয়েছে, শিশুমৃত্যুর পিছনে হাসপাতালের গাফিলতি নেই। হাসপাতালে যথেষ্ট কর্মী রয়েছেন। চার জন শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। ওষুধপত্র বা প্রয়োজনীয় সরঞ্জামেরও কোনও অভাব নেই। যে তিন জন শিশু মারা গিয়েছে, তারা গুরুতর অসুস্থ ছিল। হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গোরক্ষপুরে ষাট জনেরও বেশি শিশু মৃত্যুর অভিযোগে উত্তাল গোটা দেশ। সোমবার ছত্তীসগ ঢ়ের রায়পুরের একটি হাসপাতালেও ২০ মিনিট অক্সিজেন বন্ধ থাকায় তিন শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। উত্তরপ্রদেশ ও ছত্তীসগঢ় এই দুই বিজেপি শাসিত রাজ্যে পর পর শিশুমৃত্যুতে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছিল কংগ্রেস। এ বার কর্নাটকের বিরুদ্ধেও একই অভিযোগে প্রশ্নের মুখে রাজ্যের কংগ্রেস সরকার।

কোলারের ঘটনার পরেই হাসপাতালের শিশু বিভাগের অবস্থা খতিয়ে দেখতে যায় কর্নাটকের রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যরা। কমিশনের প্রধান মীরা সাক্সেনার অভিযোগ, তাঁরা যখন পরিদর্শনে যান তখন হাসপাতাল বিদ্যুৎ ছিল না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement