National news

পাক সেনার গোলায় মৃত ৯ বছরের শিশু, জওয়ান, কড়া জবাব ভারতের

৯ বছরের ওই শিশুটি মারা যায় পুঞ্চে এবং রাজৌরিতে মৃত্যু হয় জওয়ানের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৭ ১২:৪৫
Share:

ফাইল চিত্র।

নিয়ন্ত্রণরেখায় পাক সেনার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘনের কড়া জবাব দিল ভারত। সোমবার সকাল সাড়ে ৭টা থেকে জম্মু-কাশ্মীরের রাজৌরি এবং পুঞ্চে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান। তাতে মৃত্যু হয় ৯ বছরের শিশু সহ এক জওয়ানের। তার পরেই তার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা।

Advertisement

সেনা সূত্রে জানানো হয়েছে, নিয়ন্ত্রণরেখার সমস্যা নিয়ে এ দিনই পাক সেনার অনুরোধে দু’দেশের ডিজিএমও হটলাইনে কথা বলেন। তার মধ্যেই এই ঘটনা। সম্পূর্ণ বিনা প্ররোচনায় পাকিস্তানের তরফ থেকে এ দিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছে বলে জানান ডিজিএমও একে ভট্ট। তাঁর দাবি, হাল্কা অস্ত্র, স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং মর্টার নিয়ে হামলা চালায় পাক সেনা।

আরও পড়ুন: সীমান্তে চিনের অতিসক্রিয়তা নিয়ে চিঠি মমতার

Advertisement

পাক সেনা এ দিন নিয়ন্ত্রণরেখায় পুঞ্চের বালাকোট, রাজৌরির মঞ্জাকোট এবং ভিম্বেড় সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে। পাক সেনার ছোড়া গোলায় বালাকোটের বাসিন্দা ৯ বছরের সঈদার মৃত্যু হয়। রাজৌরি সেক্টরে মারা যান সেনা নায়েক মুদাসর আহমেদ। জখম হন আরও দুই জওয়ান। ভারতীয় জওয়ানরাও এর কড়া জবাব দিচ্ছে বলে জানিয়েছেন সেনার মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মণীশ মেহতা। বালাকোট, মঞ্জাকোট এবং ভিম্বেড় সেক্টরে সমস্ত স্কুল বন্ধ রাখতে বলা হয়েছে। ঘরের ভিতরে থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন