A baby rhino separated from its mother rescued

পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া গন্ডার শাবক উদ্ধার, ভিডিয়ো ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়

গন্ডারটিকে উদ্ধার করার পর বন্যপ্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়। এই ভিডিয়োটি দ্য বেটার ইন্ডিয়া নামে একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১৭ জুলাই ২০২০ ১৮:২৩
Share:

উদ্ধার হওয়া গন্ডার শাবক। ছবি: টুইটার থেকে নেওয়া।

অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে উদ্ধার হল একটি গন্ডার শাবক। বাচ্চা গন্ডারটি তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। খবর পেয়ে বনকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করেন। অসমে বন্যায় বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। বন্যার কারণেই গন্ডারটি তার পরিবারের বাকি সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ছোট ডিঙি নৌকাতে করে গন্ডারটিকে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেও বেশ শান্তভাবে শুয়ে রয়েছে। এক হাঁটু জলের মধ্যে দিয়ে সেই ডিঙি নৌকায় করে অন্তত চার-পাঁচ জন বনকর্মী গন্ডারটিকে নিয়ে যাচ্ছেন। গন্ডারটি এতটাই ছোট যে, সেই জলেও সে বিপদে পড়তে পারে। ডিঙি নৌকাতে নিয়ে যাওয়ার সময় গন্ডারটির গায়ে স্থানীয়দের হাত বোলাতে দেখা যায়।

গন্ডারটিকে উদ্ধার করার পর বন্যপ্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্রে রাখা হয়। এই ভিডিয়োটি দ্য বেটার ইন্ডিয়া নামে একটি ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে পোস্ট হয়েছে।

Advertisement

আরও পড়ুন: ইনস্টায় সুন্দর সুন্দর ছবি পোস্ট করলেন সানিয়া, মাস্ক না পরার কারণও জানা গেল

আরও পড়ুন: টিভির পর্দায় খবর পড়তে পড়তে দাঁত খুলে চলে এল মহিলা সংবাদিকের

দেখুন সেই ভিডিয়ো:

কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের তরেফেও একই ভিডিয়ো পোস্ট করা হয়েছে এই বাচ্চা গন্ডারটির। এই শাবকটি ১৪ জুলাই তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বনকর্মীরা তার মাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করেন, কিন্তু সফল না হয়ে শেষে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

দেখুন সেই পোস্ট:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন