ফের ভিডিও-তোপ বিএসএফ কর্মীর

শাসন, হুঁশিয়ারি ও বিধিনিষেধের কড়াকড়ি সত্ত্বেও আবার এক ভিডিও সোশ্যাল মিডিয়ার! এ বার বিএসএফের এক ক্লার্ক সরব হলেন বাহিনীর কর্তাদের দুর্নীতি ও অন্যায় আচরণের বিরুদ্ধে। কয়েক সপ্তাহ আগে পুঞ্চের ক্যাম্পে খারাপ মানের খাবার নিয়ে ভিডিও প্রকাশ করে আলোড়ন ফেলে দিয়েছিলেন বিএসএফের ২৯ ব্যাটালিয়নের জওয়ান তেজ বাহাদুর চৌধুরি।

Advertisement

সংবাদসংস্থা

গাঁধীধাম (গুজরাত) শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৭ ০২:৪৮
Share:

শাসন, হুঁশিয়ারি ও বিধিনিষেধের কড়াকড়ি সত্ত্বেও আবার এক ভিডিও সোশ্যাল মিডিয়ার! এ বার বিএসএফের এক ক্লার্ক সরব হলেন বাহিনীর কর্তাদের দুর্নীতি ও অন্যায় আচরণের বিরুদ্ধে। কয়েক সপ্তাহ আগে পুঞ্চের ক্যাম্পে খারাপ মানের খাবার নিয়ে ভিডিও প্রকাশ করে আলোড়ন ফেলে দিয়েছিলেন বিএসএফের ২৯ ব্যাটালিয়নের জওয়ান তেজ বাহাদুর চৌধুরি। একই অভিযোগ গাঁধীনগরের ১৫০ ব্যাটালিয়নের ক্লার্ক নবরতন চৌধুরির। তবে ৩ মিনিটের ভিডিওয় আরও কিছু গুরুতর অভিযোগ এনেছেন তিনি। তাঁর দাবি, বিএসএফের কর্মীদের জন্য বরাদ্দ মদ বাইরের লোকের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। তা-ও গুজরাতের মতো রাজ্যে যেখানে মদ বিক্রিই নিষিদ্ধ। নবরতন রাজস্থানে বীকানেরের বাসিন্দা। বর্তমানে ছুটিতে সেখানেই রয়েছেন তিনি। ভিডিওটি প্রকাশ করেছেন সেখান থেকেই।

Advertisement

বাহিনীর কর্তারা নবরতনকে কাজে ফেরার নির্দেশ দিয়ে জানিয়েছেন, তাঁর অভিযোগ নিয়ে তদন্ত করা হবে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক বাহিনীর এক কর্তার দাবি, নবরতনের স্বভাবই হল, সামান্য বিষয় নিয়ে নালিশ করা। অতীতেও তিনি এমন করেছেন। নবরতনও জানিয়েছেন, বাইরের লোকের কাছে মদ বিক্রির অভিযোগ আগেও করেছেন তিনি। সুরাহা হয়নি। এ বার প্রমাণ দিলেন। ভবিষ্যতে আরও দেবেন। একই সঙ্গে নবরতমের খেদ, বিএসএফে কর্মীদের ভাল খাবারটুকুও জোটে না। ভুল করে কেউ অভিযোগ করে বসলে এমন ব্যবহার করা হয় যেন সে খাবার নয়, বিশাল কিছু চেয়ে বসেছে। সকলে চায় দুর্নীতি বন্ধ হোক। কিন্তু কেউই তা করতে এগিয়ে আসছে না। তাঁর মতো ‘হুইসিল ব্লোয়ার’-রাই শুধু ভুগছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন