National News

ফেসবুকে প্রেমের সমস্যার ইঙ্গিত দিয়ে নিখোঁজ মডেল

বছর আঠাশের গানাম একটি সাঁলোতে মার্কেটিং ম্যানেজারের কাজ করতেন। ফেসবুকে নিজেকে ফটোগ্রাফার ও মডেল হিসেবে পরিচয় দিতেন তিনি। বেশ কয়েক বছর আগেই মাকে হারিয়েছিলেন গানাম।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ১৪:৩৬
Share:

গানাম নায়ার। ছবি: ফেসবুকের সৌজন্যে।

গত শুক্রবার থেকে নিখোঁজ চেন্নাইয়ের মডেল গানাম নায়ার। তাঁর পরিবারের পক্ষ থেকে কে কে নগর পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করা হলেও এখনও গানামের কোনও সন্ধান দিতে পারেনি পুলিশ। স্থানীয় সংবাদপত্রেও নিখোঁজ কলামে বিজ্ঞাপনও দিয়েছে তাঁর পরিবার। এ বার তাঁর খোঁজে অনলাইন ক্যাম্পেন শুরু করলেন গানামের বন্ধুরা।

Advertisement

আরও পড়ুন, পার্টিতে ডেকে প্রবাসী তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত বন্ধু

বছর আঠাশের গানাম একটি সাঁলোতে মার্কেটিং ম্যানেজারের কাজ করতেন। ফেসবুকে নিজেকে ফটোগ্রাফার ও মডেল হিসেবে পরিচয় দিতেন তিনি। বেশ কয়েক বছর আগেই মাকে হারিয়েছিলেন গানাম। তাঁর বাবা কর্মসূত্রে দিল্লিতে থাকতেন। ফলে বেঙ্গালুরুতে আত্মীয়দের সঙ্গে থাকতেন তিনি। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার অফিসে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন গানাম। তবে অফিসে তিনি পৌঁছননি। তখন থেকেই তাঁর ফোনও বন্ধ।

Advertisement

গানামের এক তুতো বোন প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন ‘‘ও ১০ বছর বয়স থেকে আমাদের সঙ্গে রয়েছে। আমার মনে হয় না ওর পরিবারের সঙ্গে কোনও সমস্যা ছিল।’’ তা হলে সমস্যাটা কোথায়? !

গানামের এক তুতো বোন প্রিয়াঙ্কা সাংবাদিকদের বলেন ‘‘ও ১০ বছর বয়স থেকে আমাদের সঙ্গে রয়েছে। আমার মনে হয় না ওর পরিবারের সঙ্গে কোনও সমস্যা ছিল।’’ তা হলে সমস্যাটা কোথায়?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গানাম যে কাউকে ভালবাসতেন সে ইঙ্গিত তিনি দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেই সম্পর্কে সমস্যার জেরে নাকি ভেঙে পড়েছিলেন গানাম। পরে নিজেই নিজেকে চিয়ার আপ করেন সোশ্যাল প্ল্যাটফর্মে। এই ঘটনার তদন্তকারী এক অফিসারের কথায়, ‘‘আমরা জানতে পেরেছি বিয়ে নিয়ে পরিবারের সঙ্গে ওঁর সমস্যা ছিল। ওর কিছু শারীরিক সমস্যাও ছিল।’’ গোটা ঘটনা নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement