National news

‘আমার উপরে চিৎকার!’ রাস্তার কুকুরকে গুলি করে মারলেন সরকারি কর্তা

সরকারের বড় অফিসার তিনি। তাঁর উপরে চিৎকার! সহ্য করতে না পেরে তাই একটি কুকুরকে গুলি করে মেরে ফেললেন সরকারি ওই কর্তা। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাশীরাম নগরের ঘটনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৬:৩৮
Share:

প্রতীকী ছবি।

সরকারের বড় অফিসার তিনি। তাঁর উপরে চিৎকার! সহ্য করতে না পেরে তাই একটি কুকুরকে গুলি করে মেরে ফেললেন সরকারি ওই কর্তা। রবিবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের মোরাদাবাদের কাশীরাম নগরের ঘটনা।

Advertisement

প্রাণীদের উপর নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে বিমল ধীর নামে ওই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। তাঁর অবশ্য বক্তব্য নেহাত আত্মরক্ষার তাগিদেই তিনি গুলি চালিয়ে ফেলেছেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তি উত্তরপ্রদেশ সরকারের এক পদস্থ অফিসার। রবিবার সন্ধ্যায় পোষ্যকে নিয়ে বাড়ির পাশে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সে সময়ে রাস্তার একটি কুকুর তাঁকে দেখে চিৎকার করে ওঠে। চিৎকার করতে করতে বেশ কিছুটা রাস্তা পিছু পিছু আসে কুকুরটি। এতেই নাকি প্রচণ্ড চটে যান তিনি। পকেট থেকে পিস্তল বের করে গুলি চালিয়ে দেন কুকুরটির উপরে। গুলির শব্দে স্থানীয়েরা বাইরে বেরিয়ে দেখেন রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে কুকুরটি।

Advertisement


বিমল ধীর

স্থানীয়েরা জানান, এই কুকুরটিকে তাঁরা রোজ খেতে দিতেন। বদলে তাঁদের নিরাপত্তা দিত সে। সারা রাত জেগে পাহারা দিত। তবে কখনও কারও উপরে হামলা করেনি। তাঁরা জানান, ওই ব্যক্তি তার কাছে পরিচিত ছিল না। কারণ এই রাস্তায় তাঁর খুব একটা যাতায়াত নেই। তার উপরে তাঁর সঙ্গে একটি কুকুর ছিল। বেপাড়ার কুকুর দেখলে তারা এমনিতেই চিৎকার করে। সে কারণেই হয়তো ওই দিন চিৎকার করেছিল কুকুরটি।

আরও পড়ুন: ৬ হাজার মাইল ফিরে গিয়ে প্রাণ বাঁচানো ‘পরম বন্ধুকে’ নিয়ে এলেন নিজের কাছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন