Kerala

হাতির পিঠে ‘বাহুবলী’ স্টান্ট দেখালেন এ কোন ‘প্রভাস’? দেখুন ভিডিও

হাতির পিঠে দুঃসাহসিক স্টান্ট কেরলের যুবকের। তারপর কী হল? দেখুন ভিডিও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ১৩:০৪
Share:

হাতির পিঠে স্টান্ট দেখাচ্ছেন রেনে কাসেলোস্কি। ছবি: রেনের ইনস্টাগ্রাম পেজ থেকে।

ছুটে এসে লম্বা একটা লাফ। হাতির শুঁড়ে ভর দিয়ে শূন্যে দেহটা বাঁকিয়ে ডিগবাজি খেয়ে হাতির পিঠেই নামলেন যুবক। না, কোনও রূপোলি পর্দার দৃশ্য নয়। বাস্তবেই এমন কাণ্ড ঘটিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন কেরলের এক যুবক।

Advertisement

রেনে কাসেলোস্কি নামে ওই যুবক কেরলের বাসিন্দা। সার্কাসে পশুদের প্রশিক্ষণ দেওয়াই রেনের পেশা। সোশ্যাল মিডিয়া, বিশেষত ইনস্টাগ্রামে রেনে খুবই পরিচিত মুখ। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রায়শই পশুদের নিয়ে নানা স্টান্টের ছবি ও ভিডিও পোস্ট করেন রেনে। তাতে লাইক ও কমেন্টও পড়ে বিস্তর।

সম্প্রতি, নিজেরই প্রশিক্ষণ দেওয়া একটি হাতির পিঠে দুঃসাহসিক স্টান্ট করে সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। মুহূর্তের মধ্যে তাতে লাইকের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার ছাড়িয়ে যায়।

Advertisement

দেখুন ভিডিয়ো:

আরও পড়ুন:

মাত্র কয়েক দিনের জন্য মুখ্যমন্ত্রী ছিলেন এঁরাও

‘একটার অন্তত মরা উচিত’, মুহূর্তে শোনা গেল গুলির শব্দ

আসলে মজার ব্যাপার হল ভিডিওর ক্যাপশনে রেনে লিখেছিলেন ‘১ না ২?’ অর্থাৎ ‘বাহুবলী ২: দ্য কনক্লুসন’ ছবিতে প্রভাসের হাতির পিঠ থেকে লাফ দেওয়ার সেই দৃশ্যেরই কায়দায় এই স্টান্ট করেছেন রেনে। ঘটনাকে স্মরণীয় রাখতে ভিডিওবন্দিও করেছেন। তবে বাহুবলীর সেই দৃশ্য ছিল পুরোপুরি ভিএফএক্সের কারসাজি। আর রেনের স্টান্ট তাঁর দীর্ঘদিনের পরিশ্রম ও অভ্যাসের ফসল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement