National News

রানওয়েতে মুখোমুখি দুই বিমান, এড়ানো গেল বড় দুর্ঘটনা

কোনওক্রমে আটকানো গেল বড়সড় দুর্ঘটনা। দিল্লি বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে শেষ মুহূর্তে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দু’টি বিমান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ১৭:১৯
Share:

—ফাইল চিত্র।

কোনওক্রমে আটকানো গেল বড়সড় দুর্ঘটনা। দিল্লি বিমানবন্দরে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে শেষ মুহূর্তে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগোর দু’টি বিমান।

Advertisement

সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার বিমানটি টেক অফ করার সময়েই ইন্ডিগোর বিমানটি ল্যান্ড করার জন্য রানওয়ের কাছাকাছি এসে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত চালকদের তৎপরতায় এড়ানো যায় দুর্ঘটনা।

আরও পড়ুন: ট্রাম্পের নির্দেশে ৫৯টি টোমাহক ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল সিরিয়ার বিমানঘাঁটি

Advertisement

বিমান বন্দর সূত্রের খবর, শুক্রবার সকাল সওয়া ১১টা নাগাদ দিল্লি-গোয়া রুটের এআই ১৫৬ বিমানটির ২৮ নম্বর রানওয়ে থেকে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যাত্রা বাতিল করার নির্দেশ আসে। কারণ ততক্ষণে রানওয়েতে ঢুকে পড়েছে ইন্ডিগোর দিল্লি-রাঁচি ৬ই৩৯৮ বিমানটি। এটিসি-র নির্দেশের পর তৎক্ষণাৎ রানওয়ে থেকে সরে যায় এআই ১৫৬। কোনওমতে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পায় দু’টি বিমান।

অবশেষে ১২:৫০-এ ১২২ জন যাত্রী নিয়ে দিল্লি থেকে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন