ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
গাড়িতে চড়বেন না, চড়বেন না ঘোড়ার পিঠেও। বিয়ে করতে যখন যাবেন, তখন অভিনব কায়দায় ‘এন্ট্রি’ নেবেন পাত্র। তাই গাড়িঘোড়া ছেড়ে শেষ পর্যন্ত বুলডোজ়ারে চেপে বসলেন তিনি। পাত্রকে সঙ্গ দিল বরপক্ষও। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘টিভি১ইন্ডিয়ালাইভ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বরের পোশাক পরে বুলডোজ়ারের উপর বসে রয়েছেন এক তরুণ। তাঁকে সঙ্গ দিতে পাশে বসে রয়েছেন তাঁর পরিবারের কয়েক জন সদস্য এবং বন্ধুরা। সকলের মুখেই হাসি।
গোলাপের পাপড়িও ছড়ানো হচ্ছিল। বুলডোজ়ারে চেপেই অনুষ্ঠানগৃহে পৌঁছে যান পাত্র। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে বিতর্ক শুরু হয়েছে নেটপাড়ায়। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বিয়ের দিনে এমন ‘স্টান্ট’ করার কোনও অর্থ নেই। হঠাৎ কোনও অঘটন হলে কী হবে? সাধারণ ভাবে গাড়িতে চড়ে অথবা ঘোড়ার পিঠে চড়েও তো আসতে পারতেন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘বরের চেয়ে তাঁর বন্ধুরাই বুলডোজ়ারে চেপে বেশি মজা পেয়েছেন। তাঁদের চোখমুখেই বেশি উৎসাহ ফুটে উঠেছে।’’