‘The Raja Saab’ Cast Fees

পারিশ্রমিক কমিয়েও নায়িকার ৫০ গুণ আয় করলেন নায়ক! ‘দ্য রাজা সাব’ ছবিতে অভিনয় করে কত পেলেন প্রভাস, সঞ্জয়েরা?

প্রভাসের ‘দ্য রাজা সাব’ ছবিটি তৈরি করতে ৪০০ কোটি টাকা খরচ হয়েছে, যার অধিকাংশ ছবির সেট নির্মাণ এবং ভিএফএক্স-এর জন্য খরচ করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৭
Share:
০১ ১৫

এক দিকে দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় অভিনেতা। অন্য দিকে বলিপাড়ার ‘সঞ্জু বাবা’। ছবিতে রয়েছে তিন অভিনেত্রী। ভরপুর অ্যাকশন, হরর, কমেডিও রয়েছে। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য রাজা সাব’। ফ্যান্টাসি ঘরানার এই ছবিতে অভিনয় করে কত আয় করলেন প্রভাস, সঞ্জয় দত্তেরা?

০২ ১৫

তেলুগু ভাষার ছবি ‘দ্য রাজা সাব’-এর পরিচালক এবং চিত্রনাট্যকারের দায়িত্ব একসঙ্গে সামলেছেন মারুথি। বড়পর্দা থেকে প্রায় দু’বছরের বিরতির পর এই ছবির মাধ্যমে ‘কামব্যাক’ করছেন প্রভাস।

Advertisement
০৩ ১৫

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কল্কি ২৮৯৮ এডি’র পর ‘দ্য রাজা সাব’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে। কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে অভিনয়ের জন্য নাকি পারিশ্রমিকও কম নিয়েছেন প্রভাস।

০৪ ১৫

বলিপাড়া সূত্রে খবর, সাধারণত ছবি প্রতি ১৫০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক আদায় করেন প্রভাস। কিন্তু ‘দ্য রাজা সাব’ ছবির জন্য নাকি ৩৩ শতাংশ কম পারিশ্রমিক নিচ্ছেন তিনি।

০৫ ১৫

গুঞ্জন, ‘দ্য রাজা সাব’ ছবিতে অভিনয় করে ১০০ কোটি টাকা আয় করেছেন প্রভাস। পারিশ্রমিক কম নেওয়ার কারণও জানিয়েছেন তিনি।

০৬ ১৫

ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, ছবির সেট এবং উচ্চমানের ভিএফএক্স-এর জন্য প্রচুর খরচ হয়েছে। প্রভাসের পারিশ্রমিকের জন্য কম খরচ করে তা ছবিনির্মাতারা সেট এবং ভিএফএক্স-এর জন্য খরচ করেছেন বলে মনে করা হচ্ছে।

০৭ ১৫

ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী মালবিকা মোহনন। প্রভাস কম পারিশ্রমিক পেয়েও নায়িকার চেয়ে ৫০ গুণ বেশি উপার্জন করেছেন।

০৮ ১৫

জনশ্রুতি, এই ছবিতে অভিনয় করে ২ কোটি টাকা আয় করেছেন মালবিকা। এটিই মালবিকার কেরিয়ারের প্রথম তেলুগু ভাষার ছবি।

০৯ ১৫

‘দ্য রাজা সাব’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেতা সঞ্জয় দত্তকে। প্রভাসের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

১০ ১৫

সূত্রের খবর, এই ছবিতে অভিনয় করে ৫ থেকে ৬ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সঞ্জয়।

১১ ১৫

‘দ্য রাজা সাব’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালকে। এই ছবিতে অভিনয় করে ১ থেকে দেড় কোটি টাকা উপার্জন করেছেন নিধি।

১২ ১৫

তেলুগু ভাষার এই ছবিতে অভিনয় করেছেন আরও এক দক্ষিণী অভিনেত্রী। কানাঘুষো শোনা যায়, এই ছবিতে অভিনয় করে ৩ কোটি টাকা আয় করেছেন ঋদ্ধি কুমার।

১৩ ১৫

‘দ্য রাজা সাব’ ছবিতে মজাদার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী চলচ্চিত্রজগতের জনপ্রিয় কৌতুকাভিনেতা ব্রহ্মনন্দম। এই ছবিতে অভিনয় করে তিনি ৮০ লক্ষ টাকা উপার্জন করেছেন বলে শোনা যাচ্ছে।

১৪ ১৫

সঞ্জয় ছাড়া ‘দ্য রাজা সাব’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে আরও এক বলি অভিনেতাকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বোমন ইরানী। কিন্তু তিনি কত পারিশ্রমিক পেয়েছেন তা এখনও জানা যায়নি।

১৫ ১৫

অন্দরমহলে কান পাতলে শোনা যায়, প্রভাসের ‘দ্য রাজা সাব’ ছবিটি তৈরি করতে ৪০০ কোটি টাকা খরচ হয়েছে, যার অধিকাংশ ছবির সেট নির্মাণ এবং ভিএফএক্স-এর জন্য খরচ করা হয়েছে।

সব ছবি : সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement