এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।
কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বেঙ্গালুরুর এক যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়িতে ‘পেয়িং গেস্ট’ হিসাবে থাকতেন ওই ছাত্রী। স্থানীয় থানায় অভিযুক্তের নামে এফআইআর দায়েরের পরই গ্রেফতার করা হয়।
ওই ছাত্রী তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, মাত্র ১০ দিন আগে তিনি অভিযুক্তের বাড়িতে ‘পেয়িং গেস্ট’ হিসাবে থাকা শুরু করেন। দিন তিনেক আগে অভিযুক্ত জানান, যদি তাঁকে ‘সহযোগিতা’ করেন তবেই তাঁর বাড়িতে থাকা-খাওয়ার সুযোগ দেবেন। অভিযোগকারিণী অভিযুক্তের প্রস্তাবে রাজি না-হওয়ায় জোর করে তাঁকে গাড়িতে করে একটি বাড়িতে নিয়ে যান এবং সেখানেই তাঁকে যৌন নির্যাতন করা হয়।
নির্যাতিতা আরও অভিযোগ করেছেন, তিনি তাঁর বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার এবং তাঁকে ‘লাইভ লোকেশন’ পাঠানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। পরে অভিযুক্ত নিজের গাড়ি করে হস্টেলে ছেড়ে দিয়ে যান। নির্যাতিতার থেকে অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। খোঁজ শুরু হয় অভিযুক্তের। পুলিশ সূত্রের খবর, ঘটনার বিষয় জানাজানি হতেই গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান করে অভিযুক্তের সন্ধান পাওয়া যায় এবং গ্রেফতার করা হয়।