গণপ্রহারে মৃত্যু

বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে গণপ্রহারে মৃত্য হল এক ব্যক্তির। নগাঁও জেলার ঘটনা। পুলিশ জানায়, ডবকা এলাকার মোরাঝার গ্রামের বাসিন্দা আজিরউদ্দিন অভিযোগ তোলেন, তাঁর স্ত্রীর সঙ্গে মোরঝারেরই আলি আহমেদের সম্পর্ক ছিল। গত রাতে বাড়িতে আহমেদকে মারধর করেন আজিরউদ্দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৫ ০৩:১৭
Share:

বিবাহিত মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে গণপ্রহারে মৃত্য হল এক ব্যক্তির। নগাঁও জেলার ঘটনা। পুলিশ জানায়, ডবকা এলাকার মোরাঝার গ্রামের বাসিন্দা আজিরউদ্দিন অভিযোগ তোলেন, তাঁর স্ত্রীর সঙ্গে মোরঝারেরই আলি আহমেদের সম্পর্ক ছিল। গত রাতে বাড়িতে আহমেদকে মারধর করেন আজিরউদ্দিন। বেধড়ক পেটায় কয়েক জন পড়শিও। পুলিশ তাঁর মৃতদেহ গ্রাম থেকে উদ্ধার করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement