Bihar Crime

হাসপাতালে গোলাগুলি! ‘দাগি অপরাধী’র গুলিতে আহত রোগী, তবে পালানোর আগেই ধৃত

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাদ্দাম নামে এক অভিযুক্তকে খুন করতেই হাসপাতালে এসেছিলেন আরবাজ় নামে ওই ‘দাগি অপরাধী’। তবে খুন করতে চেয়েছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪২
Share:

— প্রতীকী ছবি।

হাসপাতালের মধ্যেই চলল গোলাগুলি! পুলিশের খাতায় নাম থাকা এক অভিযুক্তের গুলিতে আহত হন এক রোগীও। তবে পালাতে পারেননি অভিযুক্ত। শেষ পর্যন্ত ধাওয়া করে তাঁকে ধরে ফেলেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে বিহারের সিওয়ান জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম হোসেন নামে এক অভিযুক্ত মঙ্গলবার থানায় আত্মসমপর্ণ করেছিলেন। পরে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করানোর জন্য নিয়ে আসা হয় সিওয়ান জেলার এক হাসপাতালে। সেই সময়েই হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায় আরবাজ় আলম নামে এক ব্যক্তিকে। গতিবিধি সন্দেহজনক মনে হলে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা তাঁর পথ আটকান। তখনই হাসপাতালের মহিলাদের শৌচাগারে ঢুকে পড়েন আরবাজ়। কিছু ক্ষণ পর শৌচাগার থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন তিনি।

আরবাজ়কে পালাতে দেখেই হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাঁকে ধাওয়া করেন। তখনই আরবাজ় এক নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালান। লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি গিয়ে লাগে হাসপাতালের এক রোগীর পায়ে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত রোগীর নাম অলোক তিওয়ারি। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

Advertisement

গুলিকাণ্ডের পরেই হাসপাতাল ছেড়ে পালানোর চেষ্টা করেন আরবাজ়। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতালের মূল ফটকের রক্ষীরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, আরবাজ়ের নামও রয়েছে পুলিশের খাতায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সাদ্দামকে খুন করতেই হাসপাতালে এসেছিলেন আরবাজ়। তবে খুন করতে চেয়েছিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement