—প্রতীকী চিত্র।
শৌচাগারের দরজার বদলে ককপিটের দরজা খোলার চেষ্টা করলেন এক যাত্রী! সোমবার বেঙ্গালুরু-বারাণসী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে ঘটনাটি ঘটে।
বিমান সংস্থা ঘটনার সত্যতার কথা স্বীকার করেছে। তবে এ-ও জানানো হয়েছে, এই ঘটনার জেরে নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সোমবার সকাল ৮টা নাগাদ আইএক্স ১০৮৯ বিমানটি বেঙ্গালুরু থেকে ওড়ে। সাড়ে ১০টা নাগাদ অবতরণ করে বারাণসীতে। মাঝ-আকাশে এক যাত্রী বার বার ককপিটের দরজা খোলার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। পরে জানা যায়, ওই যাত্রী শৌচাগারে যাওয়ার জন্য উঠেছিলেন। কিন্তু বুঝতে না-পেরে শৌচাগারের দরজা ভেবে ককপিটের দরজা খোলার চেষ্টা করেছেন। বিমানকর্মীদের নজরে আসতেই তাঁরা ওই যাত্রীর ভুল শুধরে দেন।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে বলা হয়েছে, ‘‘ওই ঘটনার খবর আমরা পেয়েছি। তবে ওই বিমানের নিরাপত্তা প্রোটোকল কোনও ভাবে বিঘ্নিত হয়নি। অবতরণের সময় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’’
২০২৪ সালের জুনেও এমন একই কাণ্ড ঘটেছিল। সেটাও ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। কোঝিকোড় থেকে বহরাইনগামী ওই বিমানের ককপিটের দরজা খোলার চেষ্টা করেছিলেন এক যাত্রী। ঘটনার জেরে ওই বিমানকে মুম্বইয়ে জরুরি অবতরণ করাতে হয়। তার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।