Finance Ministry Official Death

দিল্লিতে বিএমডাব্লিউর ধাক্কায় মৃত্যু অর্থ মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকের, জখম স্ত্রী এবং ঘাতক গাড়ির দম্পতিও

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরে ঘাতক গাড়ির দম্পতিই অর্থ মন্ত্রকের ওই আধিকারিক এবং তাঁর স্ত্রীকে একটি ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৪৩
Share:

নিহত নভজোৎ সিংহ। —ছবি : সংগৃহীত

দিল্লি ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশনের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল অর্থমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিকের। নিহতের নাম নভজোৎ সিংহ। তিনি অর্থমন্ত্রকের অধীনস্থ অর্থনৈতিক বিষয়ক বিভাগের উপসচিব হিসাবে কর্মরত ছিলেন। বাইকে চেপে স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার সময় পিছন থেকে একটি বিএমডাব্লিউ গাড়ি এসে ধাক্কা মারে তাঁকে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় নভজোতের। তাঁর স্ত্রী-সহ তিন জনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিহত ওই আধিকারিক দিল্লির হরিনগর এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, বাংলা সাহিব গুরুদ্বার থেকে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। বিএমডাব্লিউ গাড়িটিতে এক মহিলা এবং তাঁর স্বামী ছিলেন। তাঁরাও দুর্ঘটনায় জখম হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই মহিলাই গাড়িটি চালাচ্ছিলেন।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার পরে ঘাতক গাড়ির দম্পতিই অর্থ মন্ত্রকের ওই আধিকারিক এবং তাঁর স্ত্রীকে একটি ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ হাসপাতাল থেকে খবর পায়, ওই আধিকারিককে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তাঁর স্ত্রীর ওই হাসপাতালেই চিকিৎসা চলছে। মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে, পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ির দম্পতিও জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের বয়ান রেকর্ড করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

Advertisement

নিহত আধিকারিকের ছেলের অভিযোগ, দুর্ঘটনার পরে নিকটবর্তী কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে, প্রায় ১৭ কিলোমিটার দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কেন এত দূরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছে নিহতের পরিবার। এ দিকে পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়ির ওই দম্পতি গুরুগ্রামের বাসিন্দা। ঘাতক বিএমডাব্লিউ এবং ওই আধিকারিকের বাইক— দু’টিই বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশের একটি দল। দুর্ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের থেকেও সাহায্য নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরে ইতিমধ্যে একটি এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement