প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।
অসমের সভা থেকে কংগ্রেসকে পাল্টা আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ও তাঁর প্রয়াত মা হীরাবেন মোদীর এআই ভিডিয়ো তৈরি নিয়ে দেশজোড়া বিতর্কের আবহে সরাসরি বিরোধীদের নিশানা করে বললেন, ‘‘আমি শিবের ভক্ত। সব অপমান বিষের মতো পান করব!’’
রবিবার প্রধানমন্ত্রী অসমের দারাংয়ে বেশ কয়েকটি প্রকল্প উদ্বোধন করেছেন। এর পর সেখানকার এক সমাবেশে বক্তৃতা করেন মোদী। মোদী বলেন, ‘‘আমি জানি, গোটা কংগ্রেস আমাকে ফের নিশানা করবে। ওরা বলবে, দেখ মোদী আবার কাঁদছেন! কিন্তু জনগণই আমার ঈশ্বর। আমি যদি তাঁদের সামনে আমার কষ্ট প্রকাশ না করি, তা হলে কার কাছে করব? তাঁরাই আমার প্রভু, আমার দেবতা, তাঁরাই আমার রিমোট কন্ট্রোল। আমার আর কোনও নিয়ন্ত্রক নেই।’’
বিতর্কের সূত্রপাত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিহারে ‘ভোটাধিকার যাত্রা’ চলাকালীন। সে সময় দ্বারভাঙায় প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটু মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ। প্রধানমন্ত্রী মোদী স্বয়ং ওই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন। যদিও বিরোধী দল সে সব দাবি অস্বীকার করে জানায়, ওই মন্তব্যের সময় তাদের কোনও নেতা মঞ্চে ছিলেন না। এর পর সম্প্রতি বিহার প্রদেশ কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা একটি ভিডিয়ো ঘিরে নতুন করে তৈরি হয় বিতর্ক। এআইয়ের সাহায্যে তৈরি ওই ভিডিয়োয় প্রধানমন্ত্রী ও তাঁর মাকে দেখানো হয়েছিল। এর পরেই ফের কংগ্রেসকে নিশানা করতে শুরু করেছে পদ্মশিবির। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলাও।
দারাংয়ের সভা থেকে মোদী বলেন, ‘‘কয়েক দশক ধরে কংগ্রেস অসম শাসন করেছে। তবুও তারা ৬০ থেকে ৬৫ বছরে ব্রহ্মপুত্র নদীর উপর মাত্র তিনটি সেতু নির্মাণ করতে পেরেছে। উল্টো দিকে আপনারা যখন আমাদের সুযোগ দিলেন, তখন থেকে মাত্র এক দশকের মধ্যে আমরা ছয়টি নতুন সেতু নির্মাণ করেছি। আপনারা আমাদের সমর্থন করে আমাদের আশীর্বাদ করুন।’’ মোদীর আরও দাবি, ভারতের সেনাকে সমর্থনের পরিবর্তে পাক অনুপ্রবেশকারীদের সুরক্ষা দিচ্ছে কংগ্রেস। উল্টো দিকে দেশ থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়নে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভূমিকার প্রশংসা শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে।
রবিবার মোদী দারাং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন। মঙ্গলদোই শহরে দারাং মেডিক্যাল কলেজ এবং একটি নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। এই স্বাস্থ্য প্রকল্পগুলিতে মোট ৫৭০ কোটি টাকা বিনিয়োগ করা হবে।