শিক্ষকের মারে জখম ছাত্র

স্কুলে শিক্ষকের মারধরে অষ্টম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। করিমগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে নামকরা একটি স্কুলে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সুভাষ নগরের বাসিন্দা শঙ্কর কর্মকারের ছেলে রাজ ওই স্কুলে পড়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:৫৬
Share:

স্কুলে শিক্ষকের মারধরে অষ্টম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। করিমগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে নামকরা একটি স্কুলে ঘটনাটি ঘটেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সুভাষ নগরের বাসিন্দা শঙ্কর কর্মকারের ছেলে রাজ ওই স্কুলে পড়ে। অভিযোগ, কয়েক দিন আগে সে এক সহপাঠীর সঙ্গে মারপিট করেছিল। সে জন্য স্কুলের শিক্ষক দেবব্রত দেবরায় রাজকে লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগ। রাজের অভিভাবকদের দাবি, তার হাত-পা, পিঠে রক্ত জমাট বেঁধেছে। ছাত্রের ভবিষ্যতের কথা ভেবে প্রথমে প্রকাশ্যে মুখ খোলেননি তার পরিজনরা। কিন্তু শুক্রবার রাতে রাজের শরীর আরও খারাপ হয়। তার বাড়ির লোকজন জানান, আতঙ্কে মাঝেমধ্যেই সে আঁকতে উঠছে। আজ সকালে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement