প্রতীকী ছবি।
বন্ধুদের সঙ্গে দুপুরে বাইরে খেতে গিয়েছিল সে। সন্ধ্যায় এ দিক ও দিক ঘুরে তাকে ওই বন্ধুরাই বাড়িতে নামাতে আসে। কিন্তু, গাড়ি থেকে নামার আগেই গুলির শব্দ। রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতরেই লুটিয়ে সে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় বছর সতেরোর ওই কিশোরী। ঘটনায় প্রধান অভিযুক্ত শুভম নামে ওই কিশোরীর এক বন্ধু পলাতক। সে-ও ঘটনার সময় ওই গাড়ির ভিতরেই ছিল।
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির নজফগঢ় এলাকার ঘটনা। পুলিশের কাছে ওই কিশোরীর মা অভিযোগে জানিয়েছেন, তাঁর মেয়ে ওই দিন দুপুরে দুই বন্ধুর সঙ্গে খেতে বেরোয়। তাদের রাজৌরি গার্ডেনে যাওয়ার কথা ছিল। বিকেলের মধ্যেই ফিরে আসবে বলে বেরোয়। মেয়ের ফিরতে দেরি হচ্ছে দেখে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি তার মোবাইলে ফোন করেন। তখন সে জানায়, পথে দ্বারকাতে কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য দাঁড়িয়েছে তারা। বলে, ‘‘কিছু ক্ষণের মধ্যেই আমরা চলে আসব। চিন্তা কোরো না।’’
আরও পড়ুন, স্পিকারের ন্যায়দণ্ড তুলে দৌড়ের নিন্দায় তথাগত
হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকেরা জানিয়ে দেন, অনেক ক্ষণ আগেই মারা গিয়েছে ওই কিশোরী। খবর দেওয়া হয় পুলিশে। অভিযুক্ত শুভমের খোঁজে তল্লাশি শুরু হয়। তার পরিবারও পলাতক বলে জানিয়েছে তারা। তবে কী কারণে ওই কিশোরীকে প্রাণে মেরে ফেলা হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, যে রিভালভার দিয়ে গুলি করা হয়েছিল কিশোরীকে ঘটনাস্থল থেকে তা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন, অশান্ত মণিপুর, রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা কংগ্রেসের