BJP

খট্টর গেলেও জুতোর মালা হরিয়ানার গ্রামে

উপমুখ্যমন্ত্রী দুষ্যন্তের নির্বাচনী কেন্দ্রের বেশ কিছু পঞ্চায়েত এই রকম বয়কটের পথ নিয়েছে গত কয়েক দিনে।

Advertisement

সংবাদ সংস্থা

চণ্ডীগড় শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৪:৫০
Share:

ভারতীয় কিসান ইউনিয়নের নামে ব্যানার। ছবি সংগৃহীত।

হয়নি এখনও। তবে আগামী দিনে বিজেপি ও তার শরিক জননায়ক জনতা পার্টি (জেজেপি)-এর কোনও নেতা, এমনকি খোদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বা উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌটালা তাদের গ্রামে এলেই ফুলের মালার বদলে জুতোর মালা পরানো হবে। হরিয়ানার করনালে কাদরাবাদ গ্রামের মানুষজন এককাট্টা হয়ে এই কথা ঘোষণা করেছেন সোমবার। কয়েক জনের স্লোগান নয়, রীতিমতো পঞ্চায়েত ডেকে বিজেপি ও তাদের শরিকদের বয়কট করার ও গ্রামে ঢুকলেই জুতোর মালা পরানোর সিদ্ধান্ত নিয়েছেন কাদরাবাদবাসী। ‘কৃষক-বিরোধী তিন কেন্দ্রীয় আইন’ পুরোপুরি প্রত্যাহারের দাবিতে কৃষকরা যে আন্দোলন করছেন, তার সমর্থনেই এই সিদ্ধান্ত।

Advertisement

কাদরাবাদ গ্রামে ঢোকার মুখে ভারতীয় কিসান ইউনিয়নের নামে বড় ব্যানার টাঙিয়ে লেখা, “বিজেপি এবং জেজেপি নেতাদের কাদরাবাদ গ্রামে ঢোকা কঠোর ভাবে বারণ। কৃষকদের পাশে যাঁরা দাঁড়াবেন, শুধু তাঁরাই আসতে পারেন।”

এই গ্রামের কৃষক গুরলাল সিংহের কথায়, “আমাদের ধ্বংস করতেই ওই তিন আইন চাপিয়ে দিতে চাইছে ওরা। অন্নদাতাদের কখনও বলা হচ্ছে সন্ত্রাসবাদী, কখনও খলিস্তানি। ২৬ নভেম্বর থেকে আন্দোলনরত কৃষকদের আন্দোলন ভাঙতে বিজেপি ও তাদের সরকার যে রকম অপপ্রচার চালাচ্ছে, কৃষকদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে, তাতে আমরা রীতিমতো ক্রুদ্ধ।”

Advertisement

উপমুখ্যমন্ত্রী দুষ্যন্তের নির্বাচনী কেন্দ্রের বেশ কিছু পঞ্চায়েত এই রকম বয়কটের পথ নিয়েছে গত কয়েক দিনে। কাদরাবাদের কুলদীপ জানালেন, অন্য সব গ্রামকেও তাঁরা বিজেপি এবং জেজেপি নেতাদের বয়কট করার জন্য আবেদন জানাচ্ছেন। যাতে তাঁরা ভবিষ্যতে আর কৃষকদের অপমান করার সাহস না-পায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন