গোলাঘাটে পুলিশকর্মীর গুলিতে জখম হলেন এক যুবক। বরপথারের মণিপুরবস্তির ঘটনা। পুলিশ জানায়, আহতের নাম শরৎ সিংহ। ঘটনাস্থল থেকে এ কে ৪৭ রাইফেলের একটি খালি কার্তুজ মিলেছে। অভিযুক্ত সন্দেহে ধৃত মিজোরাম পুলিশের জওয়ান সুভাষ মেচ রিয়াং। চলছে জিজ্ঞাসাবাদ। জখম যুবক হাসপাতালে ভর্তি।