কংগ্রেসের সঙ্গে জোটই চায় কেজরীবালের দল

আপের একটি সূত্র বলছে, শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে আগ্রহী দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:০৩
Share:

ফাইল চিত্র।

লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে জোট কার্যত হচ্ছে না বলে জানিয়ে দিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরীবাল। তবে আপের একটি সূত্র বলছে, শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট করার বিষয়ে আগ্রহী দল।

Advertisement

দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম বার একই বৈঠকে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে উপস্থিত ছিলেন কেজরীবাল। দেশে বিজেপি-বিরোধী জোট প্রশ্নে সেখানে ওই দুই নেতা ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ও শরদ পওয়ারের মতো নেতারা উপস্থিত ছিলেন ঠিকই। কিন্তু অনেকে আশা করেছিলেন, রাহুল-কেজরীবাল বৈঠকের পরে দিল্লির জোট-জটও খুলবে। একজোট হয়ে লড়বে কেজরীবাল-কংগ্রেস। কিন্তু আজ কেজরীবাল জানিয়ে দেন, কংগ্রেস দিল্লিতে আপের সঙ্গে জোটে যেতে রাজি নয়। মমতাও আজ দিল্লিতে বলেন, ‘‘শুনেছি আপ রাজি, কংগ্রেস নয়। তবে এটা দু’দলের বিষয়।’’

সূত্র বলছে, দিল্লিতে কংগ্রেসকে আসন ছাড়ার পরিবর্তে পঞ্জাবে আসন চেয়েছিলেন কেজরীবাল। সেই প্রস্তাব শুরুতেই উড়িয়ে দেন পঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। তার পরেই জোট প্রশ্নে তিক্ততা বাড়ে। গত কাল আপের দিল্লির ধর্নায় কংগ্রেসের শীর্ষ নেতা আনন্দ শর্মার উপস্থিতি ও পরে শরদ পওয়ারের বাড়িতে রাহুল-কেজরীবালের সাক্ষাতের পর জোটের বরফ গলার আশা করা হয়েছিল। আজ সকালে কেজরীবাল বলেন, ‘‘আমরা দেশবাসীর জন্য চিন্তিত। তাই জোটের বিষয়ে আগ্রহী ছিলাম। কিন্তু কংগ্রেস জোট প্রশ্ন কার্যত উড়িয়ে দিয়েছে।’’ তবে দৌত্য এখনও চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement