ট্রাকের ধাক্কায় এক সঙ্গে পাঁচ জনের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল পাকুড়ের নারায়ণপুর। এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে। পুলিশ জানিয়েছে সকাল এগারোটা নাগাদ তীব্র গতিতে আসা এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইককে ধাক্কা মারে। মোটরবাইকে দু’জন বাচ্চা, দুই মহিলা ও এক যুবক ছিলেন। ঘটনাস্থলেই পাঁচ জনেরই মৃত্যু হয়। দুর্ঘটনায় মৃত ব্যক্তিরা একই পরিবারের। তাঁরা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরে ট্রাকচালক ও খালাসি পালায়। উত্তেজিত জনতা ট্রাক ভাঙচুর শুরু করে। পুলিশ এলে ইট ছোড়ে জনতা। পালিয়ে বাঁচে পুলিশ। পরে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।