মানিকের মদতে ব্যবসা রোজ ভ্যালির, বলছে তৃণমূল

এই বিধায়কের অভিযোগ, রোজ ভ্যালি সংস্থার বিনোদন পার্কের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন সংস্থার অনুষ্ঠানে থাকতেন মানিকবাবু। তাই মানুষ ওই সংস্থায় ভরসা রেখে টাকা জমা দেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আগরতলা শেষ আপডেট: ২৮ জুন ২০১৭ ০৪:১৫
Share:

ফাইল চিত্র।

ত্রিপুরায় রোজ ভ্যালি-সহ বিভিন্ন ভুয়ো অর্থলগ্নি সংস্থাকে ব্যবসা ছড়াতে ‘সাহায্য’ করেছে মানিক সরকার প্রশাসন— অভিযোগ তুলল তৃণমূল। মঙ্গলবার দলের হয়ে সুদীপ রায়বর্মন বলেন, ‘‘মানিকবাবুর আমলে রাজ্যে ১ হাজার ১৬২ কোটি টাকা লুঠ করেছে বিভিন্ন সংস্থা।’’ তৃণমূল নেতৃত্ব মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।

Advertisement

এই বিধায়কের অভিযোগ, রোজ ভ্যালি সংস্থার বিনোদন পার্কের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন সংস্থার অনুষ্ঠানে থাকতেন মানিকবাবু। তাই মানুষ ওই সংস্থায় ভরসা রেখে টাকা জমা দেন। সুদীপবাবুর বক্তব্য, ২০১৩ সালে সারদা-কর্তা সুদীপ্ত সেন গ্রেফতার হওয়ার পরই বিপদ টের পান মানিকবাবু। ‘লোক দেখানো নাটক’ করতে তাঁর নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুয়ো অর্থলগ্নি সংস্থার অফিসে হানা দেয় পুলিশ। কিন্তু সে সব সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘সিজ’ করা হয়নি। এ ভাবে সংস্থার কর্তাদের পালানোর সুযোগ করে দেওয়া হয়।

সুদীপের দাবি, বিরোধীদের চাপে ২৭টি মামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেয় ত্রিপুরা সরকার। সেখানে রোজ ভ্যালির নাম ছিল না। সমালোচনার জেরে ফের ১০টি মামলা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হয়। তার তিনটিতে রোজ ভ্যালির নাম ছিল। কিন্তু একটি মামলা ছিল ১০ হাজার টাকার, অন্যটি ৫ হাজারের। শেষ মামলায় টাকার উল্লেখ ছিল না। সিবিআই এত কম টাকার মামলা হাতে নিতে রাজি হয়নি। সুদীপবাবু বলেন, ‘‘ব্যবসার জন্য ভুয়ো অর্থলগ্নি সংস্থাগুলিকে শুধু ট্রেড লাইসেন্স নয়, শ্রম দফতরের অনুমতি পত্রও দেওয়া হয়। টাকা লোপাটের অভিযোগ পেয়েও কাউকে গ্রেফতার করা হয়নি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন