Delhi BMW Crash

দিল্লি বিএমডব্লিউ দুর্ঘটনা: অভিযুক্ত গাড়িচালক গগনপ্রীতকে শর্তসাপেক্ষে জামিন দিল আদালত, কী বলল?

প্রসঙ্গত, কয়েক দিন আগে দিল্লির ধৌলা কুয়াঁ এলাকায় অর্থ মন্ত্রকের উপসচিব পদে কর্মরত নভজ্যোত সিংহ এবং তাঁর স্ত্রীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে গগপ্রীতের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২১
Share:

(বাঁ দিকে) অভিযুক্ত গাড়িচালক গগনপ্রীত। (মাঝে) নভজ্যোত সিংহের স্ত্রী। (ডান দিকে) নভজ্যোত সিংহ। ফাইল চিত্র।

দিল্লি বিএমডব্লিউ দুর্ঘটনায় অভিযুক্ত গাড়িচালক গগনপ্রীত কৌরকে শর্তসাপেক্ষে জামিন দিল দিল্লি আদালত। এক লক্ষ টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে গগনপ্রীতকে। এ ছাড়াও তাঁকে পাসপোর্ট পুলিশের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, কয়েক দিন আগে দিল্লির ধৌলা কুয়াঁ এলাকায় অর্থ মন্ত্রকের উপসচিব পদে কর্মরত নভজ্যোত সিংহ এবং তাঁর স্ত্রীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে গগপ্রীতের বিরুদ্ধে। সেই ঘটনায় গুরুতর জখম হন নভজ্যোত এবং তাঁর স্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় নভজ্যোতের। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় তাঁর স্ত্রীকে। সেই ঘটনা তোলপাড় ফেলে দেয় গোটা রাজধানীতে। গ্রেফতার করা হয় গগনপ্রীতকে। শনিবার সেই মামলার শুনানি ছিল।

আদালত এই মামলায় বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে। ঘটনার সময় সেখানে একটি অ্যাম্বুল্যান্স ছিল। কিন্তু অভিযোগ ওঠে সেই অ্যাম্বুল্যান্সচালক আহত নভজ্যোতদের হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করেন। কাছেই সেনা হাসপাতালে যাচ্ছিল সেটি। এর পরই পুলিশকে আদালত প্রশ্ন করে, ঘটনাস্থলে থাকা সত্ত্বেও সেই অ্যাম্বুল্যান্সচালক কোনও সহযোগিতা করেননি বলে অভিযোগ উঠেছে। এ ক্ষেত্রে সেই চালকের বিরুদ্ধে কী পদক্ষেপ করেছে পুলিশ? অ্যাম্বুল্যান্সটি ৩০ সেকেন্ডের মধ্যে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এটা কি চিকিৎসার গাফিলতি নয়? অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করে এখন তা নিয়েই চর্চা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement