Hyderabad Floods

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদ, মুসি নদীর জলে ভাসছে শহরের বিস্তীর্ণ এলাকা! প্লাবিত নিচু এলাকাগুলি

টানা বৃষ্টির জেরে হিমায়ত সাগর এবং ওসমান সাগর এই দু’টি জলাধারে জলস্তর বাড়তে থাকায় গেট খুলে দেওয়া হয়েছে। পলে নিচু এলাকাগুলিতে হু হু করে শুক্রবার রাতে জল ঢুকতে শুরু করে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৩
Share:

ভারী বৃষ্টিতে জলমগ্ন হায়দরাবাদ। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হায়দরাবাদের বিস্তীর্ণ এলাকা। টানা বৃষ্টির জেরে মুসি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শহরের মধ্যে ঢুকে পড়েছে। ফলে প্লাবিত হয়ে পড়েছে বহু এলাকা। শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি হয়েছে। ফলে চাঁদেরঘাট সেতুর কাছে নদীর জল পাড় ছাপিয়ে শহরের ভিতরে ঢুকতে শুরু করে। নিরাপত্তার জন্য সেতু বন্ধ করে দেওয়া হয়।

Advertisement

টানা বৃষ্টির জেরে হিমায়ত সাগর এবং ওসমান সাগর এই দু’টি জলাধারে জলস্তর বাড়তে থাকায় গেট খুলে দেওয়া হয়েছে। পলে নিচু এলাকাগুলিতে হু হু করে শুক্রবার রাতে জল ঢুকতে শুরু করে। পরিস্থিতি আরও অবনতির হওয়ার আশঙ্কায় ওই এলাকাগুলি থেকে এক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বাকিদেরও উদ্ধার করে অন্যত্র সরানোর কাজ চলছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

জানা গিয়েছে, রঙ্গারেড্ডি জেলার মীরপেট পুরসভার মিথিলা নগর কলোনির একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে মুসি নদীর জল ঢুকে পড়েছে। নদীর জলস্তর বাড়তে থাকায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে। আগেই আবহাওয়া দফতর জানিয়েছিল, দু’দিন ভারী বৃষ্টি হবে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাই স্থানীয় প্রশাসনগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিলেন। পরিস্থিতি সামলাতে একযোগে কাজ করছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী-সহ উদ্ধারকারী দলগুলি। মুসারামবাগের কাছে একটি নির্মীয়মাণ সেতু জলের তোড়ে ভেঙে গিয়েছে। মহাত্মা গান্ধী বাসস্ট্যান্ড জলমগ্ন হয়ে পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement