Sonu Sood

লকডাউনে তথ্যপ্রযুক্তি সংস্থার কাজ হারিয়ে সব্জি বিক্রি করা তরুণীকে চাকরি দিলেন সোনু

সারদাকে চাকরি দেওয়ার কথা টুইট করে জানিয়েছেন ওই অভিনেতা। 

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ১২:২০
Share:

কাজ হারিয়ে সব্জি বিক্রি করা তরুণীকে চাকরি দিলেন সোনু। ছবি ফেসবুক থেকে নেওয়া।

হায়দরাবাদের বাসিন্দা উনদাদি সারদা কাজ করতেন একটি তথ্যপ্রযুক্তি সংস্থায়। করোনাভাইরাস লকডাউনের জেরে কাজ হারিয়ে শ্রীনগর কলোনি এলাকায় সব্জি বিক্রি করছিলেন। সেই কাজ হারানো তথ্যপ্রযুক্তি কর্মীকে চাকরি দিলেন অভিনেতা সোনু সুদ। সারদাকে চাকরি দেওয়ার কথা টুইট করে জানিয়েছেন ওই অভিনেতা।

Advertisement

রিচি শেলসন নামের এক ব্যক্তি সারদার কথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সর্বসমক্ষে এনেছিলেন। সারদাকে কাজ দেওয়ার ব্যাপারে রিচির সেই টুইটে সোনু লিখেছেন, ‘‘আমার অফিসিয়ালরা তাঁর সঙ্গে দেখা করেছেন। চাকরির চিঠিও পাঠিয়ে দেওয়া হয়েছে। জয় হিন্দ।’’ সারদার চাকরি পাওয়া নিয়ে রিচি এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘সোনু সুদ দাদা আমায় ফোন করেছিলেন। উনি বলেছেন আমি মেয়েটির উপর লক্ষ্য রেখেছিলাম। ও চাকরি পাওয়ায় আমি খুব খুশি হয়েছি।’’

যদিও সোনু কাজ হারানো তথ্যপ্রযুক্তি কর্মীকে ঠিক কী কাজ দিয়েছেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।

Advertisement

তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ হারানোর পর সারদা ভোর চারটেয় উঠে যেতেন সব্জির পাইকারি বাজারে। সেখান থেকে সব্জি কিনে এনে রাস্তায় শ্রীনগর কলোনির রাস্তায় তা বিক্রি করতেন। সব্জি বিক্রি করা নিয়ে এর আগে সারদা বলেছিলেন, ‘‘বাঁচার প্রশ্নে সৎভাবে করা কোনও কাজই ছোট নয়।’’

আরও পড়ুন: অক্সফোর্ড টিকা প্রয়োগের জন্য দেশের পাঁচটি জায়গাকে বেছে নিল কেন্দ্র

আরও পড়ুন: সোনুর প্রতিশ্রুতি ট্রাক্টর, লাঙল টানা দুই বোনের পড়াশোনার ভার চন্দ্রবাবুর

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন