National News

প্রোমোটারের ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ অভিনেত্রীর

বেঙ্গালুরুর এক প্রভাবশালী প্রোমোটারের ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন এক কন্নড় অভিনেত্রী। অভিযুক্তের নাম দর্শন। গত রবিবার মধ্যরাতে বেঙ্গালুরুর স্কাই বারে এই ঘটনা ঘটেছে বলে দাবি অভিনেত্রীর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১৯:০৭
Share:

প্রতীকী ছবি।

বেঙ্গালুরুর এক প্রভাবশালী প্রোমোটারের ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করলেন এক কন্নড় অভিনেত্রী। অভিযুক্তের নাম দর্শন। গত রবিবার মধ্যরাতে বেঙ্গালুরুর স্কাই বারে এই ঘটনা ঘটেছে বলে দাবি অভিনেত্রীর।

Advertisement

গত ৩১ ডিসেম্বর রাতে বেঙ্গালুরুর এমজি রোডের শ্লীলতাহানির ঘটনা নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে তোলপাড় হয়েছে। এমজি রোডের খুব কাছেই স্কাই বার। ওই অভিনেত্রী জানিয়েছেন, গত রবিবার রাতে বন্ধুদের সঙ্গে ওই বারে গিয়েছিলেন তিনি। দর্শন এসে হঠাত্ই তাঁর গায়ে আপত্তিকর ভাবে হাত দেয়। তিনি প্রতিবাদ করলে তাঁর গলা টিপে ধরে সে। ওই অভিনেত্রীর দাবি, তাঁর বন্ধুরা প্রতিবাদ করতে গেলে দর্শনের সঙ্গীসাথীরা বাধা দেয়।

ইতিমধ্যেই কার্বন পার্ক থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন, ঐশ্বর্যার কোন উত্তরে বদলে গিয়েছিল অভিষেকের জীবন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement