National

মানসযাত্রীদের জন্য এক লক্ষ টাকা দেবেন, জানালেন যোগী

আদিত্যনাথ বুঝিয়ে দিলেন, একই সঙ্গে তিনি যোগী, প্রশাসকও। যোগী হিসেবে কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রীদের জন্য মাথাপিছু এক লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ২১:০৮
Share:

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোরখপুরে, শনিবার।

আদিত্যনাথ বুঝিয়ে দিলেন, একই সঙ্গে তিনি যোগী, প্রশাসকও। যোগী হিসেবে কৈলাস মানস সরোবরের তীর্থযাত্রীদের জন্য মাথাপিছু এক লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করলেন তিনি। একই সঙ্গে নিজেকে আদর্শ প্রশাসক হিসেবে তুলে ধরতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বললেন, ‘‘জাতপাত, ধর্ম, মতাদর্শ, লিঙ্গ নিয়ে আমাদের সরকার কোনও ভেদাভেদ করবে না। প্রশাসনের চোখে সবাই সমান।’’

Advertisement

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এ দিন তাঁর প্রথম জনসভাটি গোরখপুরে করেন যোগী আদিত্যনাথ। এই গোরখপুর থেকেই টানা পাঁচ বার জিতে সংসদে গিয়েছেন যোগী। সেই সভায় অবশ্য বেশ কয়েক বার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আবেদন জানাতে দেখা গিয়েছে যোগী আদিত্যনাথকে।

আরও পড়ুন- টুইটারে যোগীর সমালোচনা করায় এফআইআর, ক্ষমা চাইলেন শিরিষ

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন