নিষিদ্ধ বাজি

district administration had banned fireworksভোটের বিজয়োৎসবে হাইলাকান্দিতে বাজি–পটকায় নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। শনিবার হাইলাকান্দির রিটার্নিং অফিসার মলয় বরা ওই নির্দেশ জারি করেন। নির্দেশে সংশ্লিষ্ট বিক্রেতাদের বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪ মে থেকে আগামী ২২ মে পর্যন্ত বাজি-পটকা বিক্রি করা যাবে না।

Advertisement
শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ০৩:১৫
Share:

ভোটের বিজয়োৎসবে হাইলাকান্দিতে বাজি–পটকায় নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। শনিবার হাইলাকান্দির রিটার্নিং অফিসার মলয় বরা ওই নির্দেশ জারি করেন। নির্দেশে সংশ্লিষ্ট বিক্রেতাদের বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ১৪ মে থেকে আগামী ২২ মে পর্যন্ত বাজি-পটকা বিক্রি করা যাবে না। পাশাপাশি, তাঁদের মজুত থাকা বাজি-পটকার সম্পূর্ণ হিসেব ১৫ মের মধ্যে সংশ্লিষ্ট সার্কেল অফিসারদের কাছে জমা দিতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement