Amit Shah and Nitin Nabin

নিতিন বিধায়কই থাকুন, চাইছেন বিজেপি নেতৃত্ব

নিতিন নবীন বর্তমানে বিহার বিধানসভার বিধায়ক। গত ডিসেম্বর মাসে দলের কার্যকরী সভাপতি পদের দায়িত্ব নেওয়ার পরেই বিহারে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ১০:২৪
Share:

(বাঁ দিকে) নিতিন নবীন, অমিত শাহ (ডান দিকে)। ফাইল চিত্র।

অমিত শাহের পদাঙ্ক অনুসরণ করে আপাতত বিহার বিধানসভায় বিধায়ক হিসাবে থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দলীয় সূত্রের মতে, আগামী এপ্রিল মাসে বিহার থেকে পাঁচটি রাজ্যসভার আসন খালি হলেও আপাতত নিতিনকে রাজ্যসভায় দেখার সম্ভাবনা কম বলেই জানিয়েছে দল। উপরন্তু দলের একটি অংশের মতে, অসুস্থ নীতীশ কুমারের পরিবর্তে নিতিনকে আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ।

নিতিন নবীন বর্তমানে বিহার বিধানসভার বিধায়ক। গত ডিসেম্বর মাসে দলের কার্যকরী সভাপতি পদের দায়িত্ব নেওয়ার পরেই বিহারে মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তিনি। যদিও বিধায়ক পদ থেকে এখনও ইস্তফা দেননি। প্রশ্ন হল, তিনি কি বিধায়ক থাকবেন, না কি আগামী দিনে তাঁর পূর্বসূরিদের মতোই রাজ্যসভায় দেখা যাবে তাঁকে। জেপি নড্ডা যখন দলীয় সভাপতির দায়িত্ব নেন, তখন তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। কিন্তু এ ক্ষেত্রে অমিত শাহ মডেল মেনে এগোন নিতিন, এমনটাই চাইছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

অমিত শাহ ২০১৪ সালে যখন বিজেপির সর্বভারতীয় সভাপতি হন, তখন তিনি গুজরাত বিধানসভার বিধায়ক ছিলেন। দলের সভাপতি হওয়ার সঙ্গেই প্রায় তিন বছর বিধায়ক হিসাবে দায়িত্ব সামলান তিনি। পরে ২০১৭ সালে যখন তিনি দ্বিতীয় বার দলের সভাপতি মনোনীত হন, সে বছর অমিত শাহ প্রথম রাজ্যসভার সাংসদ হন। আর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গান্ধীনগর কেন্দ্র থেকে জিতে লোকসভায় আসেন শাহ।

বিহারে আগামী এপ্রিল মাসে পাঁচটি রাজ্যসভার আসন খালি হতে চলেছে। বিধায়ক সংখ্যার হিসাবে দু’টিতে বিজেপি ও দু’টিতে জেডিইউ প্রার্থীর রাজ্যসভা যাওয়া নিশ্চিত। সূত্রের মতে, চেষ্টা করলে পঞ্চম আসনেও নিজেদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারে গেরুয়া নেতৃত্ব। ফলে সে দিক থেকে দেখলে নিতিনের রাজ্যসভায় যাওয়ায় কোনওসমস্যা হওয়ার কথা নয়। কিন্তুএখনই নিতিনের সঙ্গে বিহার রাজনীতির সম্পর্ক একেবারে শেষ হয়ে যাক, সেটা চাইছেন না কেন্দ্রীয় নেতৃত্ব। দল চাইছে আপাতত বিধায়ক হিসাবে বিহার বিধানসভার সদস্য হয়ে থাকুন নিতিন।

বিজেপির একটি অংশের ব্যাখ্যা, নীতীশ বিহারে এনডিএ জোটের মুখ্যমন্ত্রী। তাঁর যা শারীরিক অবস্থা, তাতে আগামী পাঁচ বছর তাঁর পক্ষে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো সম্ভব নয়। গেরুয়া শিবিরের মতে, তিনি যদি বা কোনও ভাবে মেয়াদ শেষ করেন, সে ক্ষেত্রে পাঁচ বছর বাদে নতুন কোনও মুখকে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরতে হবে এনডিএ জোটকে। সে সময়ে দলের সেরা বাজি হতে পারেন নিতিন নবীন। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখেই নিতিনকে আপাতত রাজ্যসভায় আনার পরিবর্তে বিহার বিধানসভাতে বিধায়ক হিসাবে রেখে দিয়ে পরবর্তী দায়িত্বের জন্য তৈরি করার পক্ষপাতী কেন্দ্রীয়নেতৃত্বের একাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন