National News

গণধর্ষণের ‘শাস্তি’ পঞ্চায়েতের, রোষে কিশোরীকে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের নকশালপন্থী উপদ্রুত ছাতরা জেলায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ১৯:৩০
Share:

প্রতীকী ছবি।

গণধর্ষণের পর শুক্রবার তাঁর বাড়িতেই ১৪ বছর বয়সী এক কিশোরীকে পুড়িয়ে মারল দুষ্কৃতীরা। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ওই কিশোরীকে ধর্ষণ করে দু্ষ্কৃতীরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের নকশালপন্থী উপদ্রুত ছাতরা জেলায়।

ধর্ষিতার পরিবারের তরফে জানানো হয়েছে, জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে ছাতরার রাজা তেন্ডুয়া গ্রামে গতকাল রাতে ওই কিশোরীকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় ৪ দুষ্কৃতী। তারা সকলেই ছিল মত্ত অবস্থায়। ওই ঘটনার পর ধর্ষিতার বাবা গোটা ঘটনাটা জানান স্থানীয় পঞ্চায়েতের জনাকয়েক সদস্যকে। তাঁরা ওই দুষ্কৃতীদের ডেকে এনে তাদের ১০০ বার নিল ডাউন করান। আর তাঁদের ৫০ হাজার টাকা জরিমানা করেন। উদ্ধার করা হয় ওই কিশোরীকে।

Advertisement

আরও পড়ুন- মৃত্যুদণ্ড ঠান্ডা মাথায় খুন, বলল নির্ভয়ার ধর্ষক-খুনিরা​

আরও পড়ুন- গল্ফ গার্ডেনের রাস্তায় উদ্ধার রক্তাক্ত-অচৈতন্য ছাত্রী, ধর্ষণ বলে সন্দেহ​

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার পরেই ক্ষিপ্ত হয়ে ওঠে দুষ্কৃতীরা। তারা গিয়ে ঢোকে ওই কিশোরীর বাড়িতে। কিশোরীর মা, বাবাকে বেধরক পেটায়। আগুন লাগিয়ে দেয় কিশোরীর গায়ে। সকলের সামনে জীবন্ত দগ্ধ হয় ওই কিশোরী।

পুলিশ জানিয়েছে, অপরাধীরা পলাতক। তাদের খোঁজে জোর তল্লাশি চলছে। কিশোরীর দেহটিকে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement