China

চিনের পাল্টা! ব্রহ্মপুত্র নদের উপর এবার জলাধার বানাবে ভারতও

ভারত চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে অনিশ্চয়তা কাটেনি। লাদাখ সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে মাঝে মধ্যেই উত্তেজনা লেগে থাকে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২০ ২০:১২
Share:

চিনের ঘোষণার পরেই ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চিনা প্রকল্পের ফলে দেশের একটা অংশে বন্যার সমস্যা দেখা দিতে পারে।

সোমবারই খবর আসে, জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে চিন সে দেশের ব্রহ্মপুত্র নদের উপর জলাধার বানাবে। পাল্টা আজ ভারতের তরফের ঘোষণা, এ দেশের অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের উপর ১০ গিগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কথা ভাবছে ভারত। চিনের ঘোষণার পরেই ভারতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, চিনা প্রকল্পের ফলে দেশের একটা অংশে বন্যার সমস্যা দেখা দিতে পারে। তাহলে কী সেই কারণেই চিনকে চাপে রাখতে ভারতের এই ঘোষণা?

Advertisement

কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে টিএস মেহরা জানিয়েছেন, ‘চিনের জলাধার নির্মাণের ফলে যে প্রভাব পড়বে তার সঙ্গে লড়াই করার জন্যই অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদের উপর জলাধার বানানো প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ে এই নিয়ে এখন আলোচনা চলছে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড়! ‘বুরেভি’ ধেয়ে আসছে কেরল উপকূলের দিকে

Advertisement

ভারত চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে অনিশ্চয়তা কাটেনি। লাদাখ সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে মাঝে মধ্যেই উত্তেজনা লেগে থাকে। একাধিক বৈঠকের পরেও সে উত্তেজনা প্রশমিত হয়েছে, এ কথা বলা যাবে না। তাহলে কি এ বার সামরিক লড়াইয়ের বদলে শুরু হতে পারে জল-যুদ্ধ? চিনের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, এই বিশেষ জলাধার সে দেশের ইতিহাসে একটি পালক জুড়তে চলেছে। ভারত-চিন সম্পর্কের সঙ্গে এর কোনও যোগ নেই। ভারতের তরফ থেকেও বলা হয়েছে, চিনের এই জলাধার নির্মাণের ফলে ভারতের যাতে প্রভাব না পড়ে সেই দিকে খেয়াল রেখেই সবটা করা হবে। কিন্তু ভারত শুকনো কথায় বিশ্বাস করতে নারাজ।

আরও পড়ুন: কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠক ব্যর্থ, বৃহস্পতিবার ফের আলোচনার সম্ভাবনা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন