সিবিআইয়ের কাছে যাচ্ছেন কপিল মিশ্র

অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার কথা বলে আজ ছ’দিনের মাথায় অনশন ভাঙলেন আপের বহিষ্কৃত নেতা কপিল মিশ্র।গত কাল সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালকে আক্রমণ করার সময়ে অজ্ঞান হয়ে পড়েন কপিল মিশ্র।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ০৩:১৪
Share:

অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করার কথা বলে আজ ছ’দিনের মাথায় অনশন ভাঙলেন আপের বহিষ্কৃত নেতা কপিল মিশ্র।

Advertisement

গত কাল সাংবাদিক সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবালকে আক্রমণ করার সময়ে অজ্ঞান হয়ে পড়েন কপিল মিশ্র। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ দিকে বিদেশ থেকে পাওয়া চাঁদা সংক্রান্ত অভিযোগ জানাতে মঙ্গলবার সিবিআইয়ের কাছে যাওয়ার কথা কপিলের। তাই আজ কপিল টুইট করে বলেন, ‘‘কিছু না-খাওয়া পর্যন্ত চিকিৎসকেরা আমাকে হাসপাতাল থেকে ছাড়ছে না। তাই বাধ্য হয়ে অনশন ভাঙছি।’’ কেজরীবালের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে হাওলা কাণ্ডের অভিযোগ জানানো ছাড়াও কাল সিবিডিটি বা প্রত্যক্ষ কর পর্ষদের কাছেও অভিযোগ জানাবেন কপিল।

আজ স্বামীর হয়ে কপিল মিশ্রের বিরুদ্ধে সরব হন সুনীতা কেজরীবাল। দিন দশের আগে চলতি বিতর্কের সূত্রপাত ঘটিয়ে কপিল মিশ্র দাবি করেছিলেন গত ৫ মে তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনে কেজরীবালের হাতে
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে দু’কোটি টাকা তুলে দিতে দেখেন। ওই টাকা হাত বদলের সময়ে কপিল সেখানে উপস্থিত থাকার কথা বললেও, সুনীতা আজ টুইট করে বলেন, ‘‘৫ মে কখন তুমি আমাদের বাড়িতে এলে? আমি জানতে পারিনি। জানলে প্রতিবারের মতো চা পাঠিয়ে দিতাম!’’ সুনীতা এই কথা বলে বুঝিয়ে দিতে চেয়েছেন কপিল যে ঘটনার ভিত্তিতে এ ভাবে সরব রয়েছেন, আদৌ সে রকম কিছু ঘটেনি।

Advertisement

তবে গুরু-পত্নীকে সরাসরি আক্রমণ করেননি কপিল। কেবল বলেছেন, ‘‘সুনীতা জানেন না তাঁর বাড়িতে কী ধরনের চক্রান্ত রচনা হয়ে থাকে। উনি কেবল নিজের স্বামীর পতন নিয়েই চিন্তিত, তাই মুখ খুলছেন। আমি তাঁর বিরুদ্ধে কিছু বলব না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন