Jammu and Kashmir

Jammu and Kashmir: পাকিস্তান সীমান্তে পর পর ল্যান্ডমাইন বিস্ফোরণ! দ্রুত আগুন ছড়াচ্ছে জম্মুর জঙ্গলে

পুঞ্চ ও রাজৌরি জেলায় এলওসি লাগোয়া জঙ্গলে অগ্নিকাণ্ডের খবর এসেছে বুধবার। ঘটনার পিছনে পাক ফৌজের ‘ভূমিকা’ রয়েছে বলে মনে করছে সেনার একাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

জম্মু শেষ আপডেট: ১৮ মে ২০২২ ২০:২৯
Share:

আগুনে জ্বলছে জম্মুর জঙ্গল। ছবি: টুইটার থেকে নেওয়া।

হঠাৎই বিস্ফোরণ মাটির নীচে পুঁতে রাখা একের পর এক ল্যান্ডমাইনে! দেখতে দেখতে আশপাশের জঙ্গল ঘেরা এলাকায় ছড়িয়ে পড়ল আগুন। জম্মু ও কাশ্মীরের ভারত-পাক নিয়ন্ত্রণরেখার (এলওসি) ঘটনা।

সেনা সূত্রের খবর, সোমবার রাতে জম্মুর মেন্ধর সেক্টরে এলওসি লাগোয়া জঙ্গলে আগুন ধরেছিল। বুধবার বিকেলে তা এলওসি লাগোয়া পুঞ্চ সেক্টরে ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ব্যাপকতা ক্রমশ বাড়তে থাকায় সক্রিয় হয়েছে সেনা। এক সেনাকর্তা বুধবার বলেন, ‘‘নিয়ন্ত্রণরেখার ওপার (পাক অধিকৃত কাশ্মীর) থেকে আগুন এসেছে। আমরা গত দু’দিন ধরে নেভানোর চেষ্টা করছি।’’

Advertisement

জম্মুর রাজৌরি জেলায় এলওসি লাগোয়া সুন্দরবান্দি এলাকাতেও জঙ্গলে বিশাল অগ্নিকাণ্ডের খবর এসেছে বুধবার। জম্মু ও কাশ্মীর বনবিভাগ জানিয়েছে, গম্ভীর, নিক্কা, পঞ্জগ্রে, ব্রাহ্মণা, মোঙ্ঘলা-সহ এলওসি লাগোয়া বিভিন্ন বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়েছে। একই অবস্থা কালাকোটের কালার, রনথাল, চিঙ্গি অরণ্যেরও। ঘটনার পিছনে পাক ফৌজের ‘ভূমিকা’ রয়েছে বলে মনে করছে সেনার একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন