National News

আত্মঘাতী দলিত ছাত্রী, বিক্ষোভে উত্তাল চেন্নাই

জয়েন্ট এন্ট্রান্সের মেডিক্যালে মেধা তালিকায় তাঁর নাম না থাকায় শুক্রবার আত্মঘাতী হন ১৭ বছরের দলিত ছাত্রী এস অনিতা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৪২
Share:

সেই দলিত ছাত্রী এস অনিতা। -ফাইল চিত্র।

এক প্রতিবাদী দলিত ছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিমূঢ় জনতা শনিবার প্রতিবাদে সরব হলেন তামিলনাড়ু জুড়ে। চেন্নাইয়ের অন্তত ৫টি জায়গায় এ দিন বিক্ষোভ দেখালেন, পথ অবরোধ করেন প্রায় হাজার দু’য়েক মানুষ।

Advertisement

জয়েন্ট এন্ট্রান্সের মেডিক্যালে মেধা তালিকায় তাঁর নাম না থাকায় শুক্রবার আত্মঘাতী হন ১৭ বছরের দলিত ছাত্রী এস অনিতা। তাঁর বাড়ি চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দূরে আরিয়ালুর জেলায়। জয়েন্ট এন্ট্রান্সে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (এনইইটি) প্রথা রদের আর্জি জানিয়েছিলেন অনিতা সুপ্রিম কোর্টে। তাঁর সেই আর্জি অবশ্য খারিজ হয়ে যায়। বোর্ডের পরীক্ষায় অনিতা কিন্তু ১২০০ নম্বরের মধ্যে পেয়েছিলেন ১১৭৬। কিন্তু এনইইটি পরীক্ষায় ব্যর্থ হন অনিতা।

চেন্নাইয়ে বিক্ষোভ, পথ অবরোধ। শনিবার

Advertisement

আরও পড়ুন- স্ত্রীকে মেরে ৭০ টুকরো করে ফ্রিজে! দিল্লির ইঞ্জিনিয়ারের যাবজ্জীবন

আরও পড়ুন- এখনও রান্না হয়নি কেন? স্ত্রী-র মুন্ডু কেটে নিল স্বামী

কেন ওই দলিত ছাত্রীটিকে আত্মঘাতী হতে হল, তার কৈফিয়ৎ চেয়ে বিক্ষোভকারীরা অভিযোগের আঙুল তোলেন মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর সরকার ও কেন্দ্রীয় সরকারের দিকে। তাঁদের অভিযোগ, জয়েন্ট এন্ট্রান্সের মেডিক্যালে সুযোগ পাওয়ার জন্য সারা দেশের অভিন্ন পরীক্ষা প্রথা রদ করার ব্যাপারে কোনও চেষ্টাই করেনি কেন্দ্র ও পালানিস্বামী সরকার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement