Bharat Rashtra Samithi

সাসপেন্ড হওয়ার পরেই বিআরএস ছাড়লেন চন্দ্রশেখর-কন্যা কবিতা! এ বার কি যোগ দেবেন কংগ্রেসে?

বুধবার সাংবাদিক বৈঠকে দল এবং বিধান পরিষদের সদস্যপদ ছাড়ার ঘোষণা করতে গিয়ে কবিতা দুষেছেন দুই তুতো দাদা হরিশ এবং সন্তোষকে। প্রথম জন তেলঙ্গানার প্রাক্তন অর্থমন্ত্রী। দ্বিতীয় জন রাজ্যসভা সাংসদ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

তুতো দাদা হরিশ রাও এবং দলের অন্য দুই নেতাকে প্রকাশ্যে নিশানা করায় মঙ্গলবার বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি) থেকে সাসপেন্ড করা হয়েছিল। বুধবার দল ছাড়ার কথা ঘোষণা করলেন বিআরএস প্রধান তথা তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর নামেই যিনি পরিচিত) কন্যা কে কবিতা।

Advertisement

তেলঙ্গানা বিধান পরিষদের সদস্যপদ থেকেও বুধবার ইস্তফা দিয়েছেন কবিতা। সে রাজ্যে জল্পনা, শাসকদল কংগ্রেসে যোগ দিতে পারেন তিনি। কবিতার সঙ্গে বেশ কিছু দিন ধরেই পরিবারের সংঘাত চলছিল। নিজের বাবা চন্দ্রশেখর সম্পর্কে তিনি বলেছিলেন, ‘‘উনি এক জন দেবতা। কিন্তু শয়তানদের দ্বারা পরিবৃত হয়ে রয়েছেন।’’ সেই ‘শয়তানদের’ তালিকায় কবিতা রেখেছিলেন তাঁর দাদা তথা বিআরএসের কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাওকেও।

বুধবার সাংবাদিক বৈঠকে দল এবং বিধান পরিষদের সদস্যপদ ছাড়ার ঘোষণা করতে গিয়ে কবিতা দুষেছেন দুই তুতো দাদা হরিশ এবং সন্তোষকে। প্রথম জন তেলঙ্গানার প্রাক্তন অর্থমন্ত্রী তথা বিধায়ক। দ্বিতীয় জন রাজ্যসভা সাংসদ। তাঁর অভিযোগ, ‘‘ওঁরা দু’জন নিজেদের স্বার্থে পরিবারকে ভাঙলেন।’’ তবে নিজের পরবর্তী রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে কিছু জানান কবিতা। দিল্লির মদের লাইসেন্স বিলি সংক্রান্ত দুর্নীতির মামলায় ২০২৪ সালে গ্রেফতার হয়ে বেশ কয়েক মাস জেলে ছিলেন কবিতা। তার পরেও অবশ্য রাজনৈতিক মূলস্রোতে ফিরে এসেছিলেন। এ বার কি রাজনীতিতে ফিরতে দল বদলাবেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement