Kashmir Tulip Garden

টিউলিপ নয়, শরতে পর্যটকদের আকৃষ্ট করতে নতুন ফুলের উপর বাজি ধরছে কাশ্মীর, এই প্রথম ফুটবে উপত্যকায়

বসন্তে টিউলিপের টানে বহু দর্শক কাশ্মীর উপত্যকায় যান। তবে শীত আসার আগে উপত্যকায় সবুজের ছোঁয়া কমতে থাকে। এই পরিস্থিতিতে দর্শকদের জন্য নতুন চমক আনতে চাইছে জম্মু ও কাশ্মীর প্রশাসন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৭:৪৮
Share:

কাশ্মীরের টিউলিপ গার্ডেন। —ফাইল চিত্র।

শরতে দর্শকদের আকৃষ্ট করতে নতুন ফুলের উপর বাজি ধরতে চলেছে কাশ্মীর। বসন্তে টিউলিপের টানে বহু দর্শক কাশ্মীর উপত্যকায় যান। তবে শীত আসার আগে উপত্যকায় সবুজের ছোঁয়া কমতে থাকে। এই পরিস্থিতিতে দর্শকদের জন্য নতুন চমক আনতে চাইছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এই প্রথম কাশ্মীর উপত্যকায় খোল়া হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের বাগান।

Advertisement

পরীক্ষামূলক ভাবে চন্দ্রমল্লিকা ফুলের একটি বাগান তৈরি করেছে শের-ই-কাশ্মীর ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি। তার পরেই বিষয়টি নিয়ে উৎসাহী হয় জম্মু ও কাশ্মীর সরকার। ইতিমধ্যেই টিউলিপ গার্ডেন লাগোয়া শ্রীনগর বোটানিক্যাল গার্ডেনে চন্দ্রমল্লিকার জন্য আলাদা একটি বাগান তৈরির কাজ শুরু হয়েছে। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি মাসেই দর্শকদের জন্য খুলে দেওয়া হবে এই বাগান।

ইতিমধ্যেই শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ে চন্দ্রমল্লিকার ৮০ হাজার চারা আনা হয়েছে। অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে নভেম্বরের ২০-২৫ তারিখ পর্যন্ত এই বাগান খুলে রাখার পরিকল্পনা করা হয়েছে। তার পরেই উপত্যকায় ধারাবাহিক ভাবে বরফ পড়তে শুরু করবে। এই প্রসঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ় নাজ়কি বলেন, “ঠিক যেমন টিউলিপ বসন্তে পর্যটকদের উপত্যকায় নিয়ে আসে, তেমনই এই ফুল (চন্দ্রমল্লিকা) শরৎকালে পর্যটকদের কাশ্মীরমুখী করবে।”

Advertisement

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর দীর্ঘ সময় কাশ্মীরের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিলেন পর্যটকেরা। কিন্তু ফের পর্যটনশিল্পকে চাঙ্গা করতে তৎপর হয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। তারই অঙ্গ হিসাবে এ বার চন্দ্রমল্লিকা ফুটিয়ে পর্যটকদের তাক লাগিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কাশ্মীর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement